শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জাবির ভর্তি পরীক্ষা শুরু ২২শে ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২২শে ফেব্রুয়ারি শুরু হবে, চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২শে ফেব্রুয়ারি সকাল ৯টায় শুরু হয়ে মোট ছয় শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫শে ফেব্রুয়ারি পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। ২৭শে ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম মুনতাকা

২৯শে ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ওই দিন শেষ দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ৩-৫ই মার্চ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যাবহারিক পরীক্ষা এবং ৫ই মার্চ চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এইচআ/  আই.কে.জে/

ভর্তি পরীক্ষা জাবি

খবরটি শেয়ার করুন