শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো *** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার *** পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ *** ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের *** ছয় মাসে কী সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের *** ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ *** কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা চলবে: আইএমএফ *** সংশোধিত ওয়াক্ফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট *** হিন্দু নারীর বিয়ে, বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে পারিবারিক আইনে সংস্কার প্রযোজন

পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুরের কাজ করেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

দু’বছর আগে ২০২২ সালে তাকে প্রদান করা হয় রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’। সম্মাননার আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছিলেন এক কোটি রুপি। কিন্তু আক্ষেপের বিষয়, এখন সেই শিল্পীর দিন কাটছে নির্মাণ শ্রমিকের কাজ করে!

বিরল বাদ্যযন্ত্র কিন্নরকে নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি। সেই অবদানকে স্বীকৃতি দেয় ভারত সরকার। তার নাম দর্শনম মাগুলাইয়া। 

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মানুষ তিনি। দুই বছরের ব্যবধানে তার এমন করুণ পরিণতি ঘটেছে তার জীবনে। তাতে দেখা যায়, হায়দরাবাদের কাছাকাছি তুরকায়ামজাল নামের একটি জায়গায় কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করছেন ৭৩ বছর বয়সী দর্শনম।

এমন ভয়াবহ আর্থিক সংকটে পড়ার বিষয়ে দর্শনম বলেন, ‘আমার এক ছেলে খুব অসুস্থ। ওর আর আমার ওষুদের জন্যই মাসে অন্তত ৭ হাজার রুপি লাগে। এছাড়া নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার খরচ তো আছেই।’

দর্শনম জানান, তার ৯টি সন্তান। এর মধ্যে তিন সন্তান মারা গেছে। তিন জনকে বিয়ে করিয়েছেন, আর বাকি তিন জন এখনও তার সঙ্গে রয়েছে। তাদেরকে দেখাশোনার ভারও তার ওপর। যার ফলে সংসারের খরচ মেটানোর জন্যই তিনি দিনমজুরের কাজ বেছে নিয়েছেন। তার ভাষ্য, ‘আমি অনেকের কাছেই কাজের জন্য গিয়েছি। তারা আমাকে সহানুভূতি জানায়, এরপর ভদ্রভাবেই ফিরিয়ে দিয়েছে। সবাই আমাকে আমার প্রাপ্তির (পদ্মশ্রী) জন্য সাধুবাদ জানায়, কিছু টাকাও দেয়। কিন্তু কারও কাছে কাজ পাইনি।’

প্রশ্ন উঠতে পারে, পুরস্কারের এক কোটি রুপি এত দ্রুত কীভাবে শেষ হয়ে গেলো? এ বিষয়ে দর্শনম বলেন, ‘ওই টাকা দিয়ে আমি সন্তানদের বিয়ে দিয়েছি। একটি জায়গা কিনেছি, সেখানে একটি বাড়ির কাজও শুরু করেছিলাম। কিন্তু মাঝপথে থামিয়ে দিতে হয়েছে। কারণ টাকা ফুরিয়ে গেছে।’

পদ্মশ্রী পাওয়ার পর প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ১০ হাজার রুপির পেনশন পাচ্ছিলেন দর্শনম মগুলাইয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে সেটাও নাকি অনিয়মিত হয়ে গেছে। যার কারণে আরও বেশি বিপাকে পড়েছেন শিল্পী। শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে তাকে ৬০০ বর্গফুটের একটি প্লট দেওয়ার কথা ছিল। সেটাও এখনও পাননি বলে জানান তিনি। 

আরো পড়ুন: সেরার তকমা পেলেন মিথিলা

আক্ষেপ প্রকাশ করে দর্শনম বলেন, ‘সরকারি দফতরগুলোতে আমি অনেক চক্কর কেটেছি, জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছি সাহায্যের জন্য। সবাই সম্মান দেয়, কিন্তু সহযোগিতা করে না কেউ। আরও বাজে ব্যাপার হলো, অনেক মানুষ আমার সঙ্গে ছবি তোলে আর বলে বেড়ায়, আমি ভিক্ষা করছি। এটা খুব বেদনাদায়ক।’

সবশেষে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবান্থ রেড্ডির সঙ্গেও দেখা করেছেন দর্শনম। তিনি তাকে মন্ত্রী কোন্ডা সুরেখার কাছে পাঠান। দর্শনমের ভাষ্য, ‘তারা আমাকে কথা দিয়েছেন, আমার বিষয়টা দেখবেন। এখন অপেক্ষায় আছি তাদের সিদ্ধান্তের।’ 

উল্লেখ্য, দর্শনম মগুলাইয়ার পূর্বপুরুষেরা কিন্নর বাজানোয় দক্ষ ছিলেন। তার বাবা ৯ তারের একটি কিন্নর বানিয়েছিলেন। তবে তিনিই প্রথম শিল্পী হিসেবে ১২ তারের কিন্নর বানিয়েছেন এবং বাজান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/


দিনমজুর পদ্মশ্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন