বুধবার, ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিডিপি বেড়েছে দেড় লাখ কোটি *** ইইউর পরিকল্পনা আমেরিকার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের *** ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ *** ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে ঠাণ্ডা মাথার বিশেষজ্ঞ প্রয়োজন: মাহফুজ আনাম *** এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্‌যাপন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** হাসিনাকে ফেরত আনতে মোদির সঙ্গে চূড়ান্ত কোনো আলাপ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা *** ট্রাম্পের শুল্কের ধাক্কায় বাংলাদেশের ব্যাংক খাতে কেমন প্রভাব পড়বে, যা বলছে মুডিস *** রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকুক, মূলনীতিতে সমাজতন্ত্র রাখার পক্ষে নন মান্না *** ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ *** গর্ভাবস্থায় ডায়াবেটিসে সন্তান অটিস্টিক হওয়ার ঝুঁকি থাকে: গবেষণা

শিগগির সংসদে পাঠানো হবে সড়ক পরিবহন আইনের সংশোধনী প্রস্তাব : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশোধনী প্রস্তাব পাসের জন্য শিগগির জাতীয় সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খানের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, সংশোধনী প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে শিগগির জাতীয় সংসদে পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনীর প্রস্তাব তৈরি করা হয়। পরে ওই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়।

আরো পড়ুন: জানা গেলো ৪৮১ উপজেলায় ভোটের তারিখ

পরে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাব অনুযায়ী আইনের খসড়া সংশোধন করা হয় জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি’ যাচাই-বাছাই করে খসড়াটি চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওই আইনের মোটরযান বিমা সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দণ্ড সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

এইচআ/ 

সড়ক পরিবহন আইন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন