ছবি : সংগৃহীত
প্রতিদিন ন্যূনতম এক কেজি মরিচ খান তিনি। মুখেও মাখেন আধা কেজি মরিচ। তার ধারণা, মরিচ খেলে কমবে না চোখের জ্যোতি। চেহারায় পড়বে না বার্ধক্যের ছাপ। বলা হচ্ছিল, ভারতের পশ্চিমবঙ্গে নদীয়ার বাসিন্দা শেখর সিকদারের কথা।
ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন কেজি কেজি মরিচ কেনেন শেখর। প্রথমদিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি। পরবর্তীতে নানান প্রশ্ন ওঠে বিক্রেতাদের মনে। তার পর জানা যায় ঘটনা।
আরো পড়ুন : ঘণ্টায় হাজার গাছের সঙ্গে কোলাকুলি করে বিশ্ব রেকর্ড!
শেখরের অভ্যাসের বিষয়ে তার মা জানান, তারা ছিলেন বাংলাদেশের বাসিন্দা। সেখানে ছিল অনেক বড় সংসার। একদিন ঢেঁকিতে শুকনো মরিচ গুঁড়ো করে ঘরে রেখে দিয়েছিলেন তিনি। ওই সময় শেখরের বয়স ছিল দুই বছর। তখন হামাগুড়ি দিয়ে সেই সব মরিচ বের করে গায়ে মেখে বসেছিল শেখর। পরে দুধ, দই, ঘোল, ঢেলে তাকে পরিষ্কার করা হয়। সবাই তখন কান্না শুরু করলেও হাসছিল শেখর। এরপর থেকে সে একটি দুটি করে মরিচ খাওয়া শুরু করে। পরে এটি তার অভ্যাসে পরিণত হয়।
এই অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে শেখর বলেন, পৃথিবীর কারও ক্ষমতা নেই আমার মতো মরিচ খাওয়ার। যদি কেউ মরিচ খেয়ে আমাকে টেক্কা দিতে পারেন, তবে তাকে নগদ ৫০ হাজার রুপি পুরস্কার দেব।
সূত্র : সংবাদপ্রতিদিন
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন