ছবি: সংগৃহীত
মাত্র ৯ মাসে সমগ্র কোরআন শরিফ মুখস্থ করে তাক লাগিয়েছে ছয় বছর চার মাস বয়সি সাফিয়্যা বিনতে মুহাম্মাদ আবুল খায়ের।
রাজধানী ঢাকায় মিরপুরে অবস্থিত মাদরাসাতুস সুফফা থেকে পবিত্র কোরআন মুখস্থ করে সাফিয়্যা। এর আগে একই মাদরাসায় এক বছর কোরআন শরিফ নাজেরা (দেখে দেখে পড়া) পড়ে।
সাফিয়্যার ঘনিষ্টজন মামুন চৌধুরী গণমাধ্যমকে জানান, সাফিয়্যার মা হাফেজা ও আলেমা। তার দিকনির্দেশনায় সাফিয়্যার চার বোন ও দুই ভাই হাফেজ হয়েছেন। তারা সবাই পাঁচ থেকে সাত বছর বয়সে হাফেজ হয়েছেন।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন