উৎসব উদযাপন করছেন জাপানের নাগরিকরা। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে বিদেশি কর্মী ও পর্যটকদের আকৃষ্ট করে স্থবির অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করে আসছে জাপান। তবে সম্প্রতি দেশটিতে বিদেশিদের সংখ্যা বেড়ে যাচ্ছে—এমন ধারণা জন্মেছে জনমনে। এ ধারণা একধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একটি নতুন টাস্কফোর্স গঠন করেছেন। এই দপ্তরের নাম—‘বিদেশি নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের প্রচার দপ্তর’। খবর সিএনএনের।
প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, কিছু বিদেশি নাগরিক অপরাধমূলক বা অসভ্য আচরণে জড়িত হচ্ছেন এবং বিভিন্ন সরকারি সুবিধার অপব্যবহার করছেন—এ যুক্তিতে টাস্কফোর্সের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটি একটি ‘কমান্ড সেন্টার’ হিসেবে কাজ করবে, যা অভিবাসন, বিদেশিদের জমি ক্রয় ও বকেয়া সামাজিক বিমার মতো বিষয়গুলো তদারকি করবে। এমনকি যেসব বিদেশি চিকিৎসা খরচ পরিশোধ করেন না, তাদের ভিসা বা পুনরাগমনে নিষেধাজ্ঞা দেওয়ার নীতিও বিবেচনায় রয়েছে।
আজ শুক্রবার (১৮ই জুলাই) সিএনএন জানিয়েছে, জাপানের ১২ কোটির বেশি জনসংখ্যার মধ্যে বিদেশি নাগরিক মাত্র ৩ শতাংশ। কিন্তু হঠাৎ করে পর্যটক বেড়ে যাওয়ার ফলে স্থানীয় জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে। ২০২৪ সালের প্রথমার্ধেই দেশটিতে ২ কোটি ১৫ লাখের বেশি বিদেশি পর্যটক জাপান সফর করেছেন। এতে বাসিন্দাদের অভিযোগ বেড়েছে। বাড়তি ভিড়, দ্রব্যমূল্য বৃদ্ধি, ঐতিহ্যবাহী হট স্প্রিং অঞ্চলে পানির ঘাটতি এবং ধানের মতো পণ্যসংকটের জন্য বিদেশিদের দায়ী করছেন তারা।
কেউ কেউ মনে করছেন, বিদেশিরা স্থানীয় বাসিন্দাদের চাকরি ছিনিয়ে নিচ্ছেন। দেশটির ৭৮ বছর বয়সী সাবেক এক ব্যবসায়ী বলেন, ভিন্ন সংস্কৃতির মানুষদের সঙ্গে সহাবস্থান সম্ভব নয়। তরুণ কর্মী নানামি বলেন, বিদেশিদের ওপর অনেক সরকারি সহায়তা ব্যয় করা হয়। এগুলোতে জাপানিদের অগ্রাধিকার পাওয়া উচিত।
তবে বিশেষজ্ঞেরা এ অভিযোগগুলোকে বিভ্রান্তিকর বলে মনে করছেন। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী শুন্সুকে তানাবে মত দিয়েছেন, বিদেশিদের বিরুদ্ধে অপরাধ বাড়ার ধারণা মূলত রাজনৈতিক প্রচার ও ভুল তথ্য থেকে এসেছে। গত দুই দশকে দেশটিতে অপরাধ কমেছে এবং বিদেশি ও স্থানীয় লোকদের অপরাধের হারে তেমন পার্থক্য নেই। ২০২৩ সালে মাত্র ৫ দশমিক ৩ শতাংশ অপরাধী ছিল বিদেশি, যার মধ্যে পর্যটক ও অভিবাসী উভয়ই রয়েছে।
খবরটি শেয়ার করুন