বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

আবারও রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে চীন-তুরস্কের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে এর আগেও একাধিক শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই সফলতার মুখ দেখেনি। এবার আবারও পৃথকভাবে শান্তি আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছে চীন, সুইজারল্যান্ড ও তুরস্ক। 

শুক্রবার (৮ই মার্চ) ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

সাক্ষাতের পর এরদোয়ান জানান, তার দেশ রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে একটি শান্তি আলোচনা চালাতে প্রস্তুত। তুরস্কের এই অবস্থান অবশ্য নতুন নয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের প্রমাণ করেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আমরা একটি শান্তি সম্মেলনের আয়োজন করতে প্রস্তুত, যেখানে রাশিয়াও উপস্থিত থাকবে। 

তিনি আরও বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে আমাদের সংহতি অব্যাহত রাখব। তবে আমরা আলোচনার ভিত্তিতে একটি ন্যায়সংগত শান্তির সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে কাজ চালিয়ে যাব।

এদিকে, ইউক্রেন যুদ্ধ নিরসনে সুইজারল্যান্ডের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে ভাবছে বেইজিং ও বার্ন। বিষয়টি নিয়ে চীন ও সুইজারল্যান্ড পর্দার অন্তরালে কাজ করে যাচ্ছে বলে জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে। 

গত মাসে সুইজারল্যান্ড আগামী গ্রীষ্মের আগেই একটি শান্তি আলোচনা আয়োজনের ঘোষণা দেয়। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট দিন-তারিখ জানানো হয়নি। এমনকি আলোচনায় কোন কোন দেশ অংশগ্রহণ করতে পারে, সে বিষয়টিও নির্ধারণ করা হয়নি। 

চীনের ইউরো-এশিয়া অঞ্চলের জন্য নিয়োজিত বিশেষ দূত লি হুই ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের বলেছেন, এই শীর্ষ সম্মেলনটি এমন কোনো সম্মেলন হওয়া উচিত নয়, যেখানে এমন একটি পরিকল্পনা তৈরি করা হবে, যা জোর করে রুশদের গিলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। 

তিনি আরও জানিয়েছে, চীন ও সুইজারল্যান্ড উভয়ই একটি ‘বাস্তববাদী’ দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। উভয় দেশই মনে করে, এই আলোচনা কেবল একটি আনুষ্ঠানিক আলোচনা হওয়া উচিত নয়। উভয় দেশই চায় এখান থেকে কিছু ফল বের হয়ে আসুক। 

এর আগে গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনের বিষয়টি নিয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেন, যত দ্রুত আলোচনা শুরু হবে, শান্তিও তত দ্রুতই ফিরে আসবে।

এ সময় তিনি সতর্ক করে বলে, শান্তি আলোচনার অনুপস্থিতি এই সংকটকে আরও বড় সংকটে পরিণত করতে পারে। 

তবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসতে অস্বীকার করেছে। দেশটি রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য একগাদা শর্ত আরোপ করেছে। কিয়েভের দাবি, কেবল শর্ত মানলেই তারা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে। 

আরও পড়ুন: মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে ভারত

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা কেবল ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর নির্ধারণ করা শর্তের ভিত্তিতেই হতে পারে। এ সময় তিনি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি এই সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। 

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনায় রাশিয়ার অংশগ্রহণের বিষয়টি প্রত্যাখ্যান করে জেলনস্কি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি না, কীভাবে আমরা এমন একদল লোককে আমন্ত্রণ জানাতে পারি—যারা সবকিছুকে আটকে রাখে, ধ্বংস করে ও হত্যা করে। আমরা ইতিবাচক ফলাফল পেতে চাই।

এর আগে চীন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে। তবে ইউক্রেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

সূত্র: এএফপি, সাউথ চায়না মর্নিং পোস্ট 

এসকে/

রাশিয়া-ইউক্রেন চীন-তুরস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫