রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ *** শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস *** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি *** আমেরিকান শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহ্বান

শিশুর নাম মোহাম্মদ রাখার হিড়িক ব্রিটেনে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাম মোহাম্মদ বোল রে মন, নাম মোহাম্মদ বোল; যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খায় দোল। মোহাম্মদ নামটি যেন মনে প্রশান্তি নিয়ে আসে। তাই মুসলিম বিশ্ব তো বটেই এখন ব্রিটেনেও সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে রয়েছে মোহাম্মদ। শনিবার (১৮ই মে) সরকারি তথ্য ঘেটে এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, দেশটির নতুন রাজা চার্লসের নাম মাঝখানে ছেলে শিশুদের জনপ্রিয় ১০০ নামের তালিকায় স্থান করে নিয়েছিল। কিন্তু এখন, আর আগের অবস্থানে নেই এই নামটি। ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম রাখার প্রবণতাও বাড়ছে।

ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় এখনো শীর্ষে রয়েছে অলিভিয়া ও নোয়া। এ ছাড়া ফ্রেঞ্চ নাম ওটিলিয়ে ও এলোডিয়ে, গ্রিক অফেলিয়া ও আইরিশ মেইভের মতো নাম মেয়ে শিশুদের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২২ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় নামের তালিকা ঘেঁটে এমন চমকপ্রদ তথ্য পাওয়া গেছে।

২০২৩ সালের মে মাসে নতুন রাজার অভিষেক হওয়ার পর চার্লস নামটির জনপ্রিয়তা বেশ বেড়ে যায়। তবে তা ছিল সাময়িক। ইংল্যান্ডে এবং ওয়েলসে মেয়ে শিশুদের পছন্দনীয় ১০টি নাম হচ্ছে- অলিভিয়া, আমেলিয়া, ইসলা, আভা, লিলি, আইভি, ফ্রেইয়া, ফ্লোরেন্স, ইসাবেলা ও মিয়া। আর ছেলে শিশুদের শীর্ষ ১০ নাম হচ্ছে- নোয়া, মুহাম্মদ, জর্জ, অলিভার, লিও, আর্থার, অস্কার, থিওডোর, থিও ও ফ্রেডি।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য মতে, ২০২২ সালে ৪ হাজার ৫৮৬ ছেলে শিশুর নাম নোয়া রাখা হয়েছে। তাই টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে তালিকাভুক্ত হয়েছে নোয়া। আর মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে সাত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অলিভিয়া।

আরো পড়ুন: মঞ্চে জুতা ছিঁড়ল মমতার, সেফটিপিন লাগিয়ে আবার নাচলেন

এখন ব্রিটেনের নতুন হিসাব বলছে, মোহাম্মদ নামের পাশাপাশি জনপ্রিয় ১০০ নামের তালিকায় আরও কিছু ইসলামি নাম উঠে এসেছে। এই তালিকায় যুক্ত হয়েছে ইলিয়াস, মুসা ও ইব্রাহিম। ইব্রাহিম নামের সঙ্গে যৌথভাবে জনপ্রিয় অ্যাক্সেল নামটি ১০০টি জনপ্রিয় নামের তালিকায় স্থান করে নিয়েছে।

স্কটল্যান্ডে ২০২৩ সালে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল লুকা। আর মেয়ে শিশুদের জনপ্রিয় নাম ছিল ইসলা। নর্দার্ন আয়ারল্যান্ডে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল নোয়া। আর মেয়ে শিশুদের ক্ষেত্রে ইসলা ছিল নর্দার্ন আয়ারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম।

সূত্র: বিবিসি

এসি/

মোহাম্মদ ব্রিটেনে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন