শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ যাত্রায় বেশি দামে টিকিট বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রয় বন্ধে বাস কাউন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ই জুন) বেলা পৌনে ৩টায় সায়েদাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

অভিযানে শ্যামলী এন আর ট্রাভেলসের বিক্রিত টিকিট পর্যালোচনা করে ভোক্তা অধিদপ্তর জানতে পারেন ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে টিকিট বিক্রয় করা হয়েছে। কাউন্টার ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ স্বেচ্ছায় এ অপরাধ স্বীকার করেছেন। ভবিষ্যতে আর বেশি মূল্যে টিকিট বিক্রয় করবেন না মর্মে অঙ্গীকার করেন তিনি।

এ ঘটনায় বিধি মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় বাস কাউন্টারগুলোকে মৌখিক সতর্ক করা হয়।

ওআ/

ঈদযাত্রা

খবরটি শেয়ার করুন