বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে

ইরান নিয়ে আজ জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ই জানুয়ারি) আলোচনায় বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন বিকল্প তৈরি রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্রের ব্যবহার, তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো ও সরকারবিরোধী বিভিন্ন পক্ষকে সহায়তা দেওয়া।

গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি তেহরান। এমন সুযোগে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তবে এতে বিপুল পরিমাণ বেসামরিক মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে। কারণ, ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ড কোরসহ সামরিক বাহিনীর বেশ কিছু ঘাঁটি খুবই জনবহুল এলাকায় অবস্থিত।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের দুই বড় দলের কয়েকজন আইনপ্রণেতা। তাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল ও ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার।

গত রোববার ফক্স নিউজকে ওয়ার্নার বলেন, ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের সরকার উৎখাতের ঘটনা এমন সব পরিস্থিতি তৈরি করেছিল, যা ধীরে ধীরে সত্তরের দশকের শেষের দিকে দেশটিতে ইসলামি বিপ্লবের পথ তৈরি করে দিয়েছিল।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250