ছবি: সংগৃহীত
বিখ্যাত জাপানি অ্যানিমেশন সিরিজ ‘ড্রাগন বল’এর মতো একটি থিম পার্ক তৈরির ঘোষণা দিয়েছে সৌদি আরব। ড্রাগন বল সিরিজের স্বত্বাধিকারী জাপানভিত্তিক তোইই অ্যানিমেশন ফার্মের সঙ্গে সৌদি সরকারের বিনিয়োগ তহবিলভিত্তিক সংস্থা কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানির (কিউআইসি) অংশীদারত্বে এই থিম পার্ক নির্মাণ হবে।
জানা গেছে, রাজধানী রিয়াদের কাছে কিদ্দিয়া নামক একটি বিশাল বিনোদন ও পর্যটন প্রকল্পের নির্মাণকাজ চলছে। সেখানেই থিম পার্কটি তৈরি করতে যাচ্ছে কিউআইসি।
আরো পড়ুন: ১০ বছরের মধ্যে চীনে ২০২৩ সালে রেকর্ড বিয়ে
কোম্পানিটি জানিয়েছে, থিম পার্কটি ৫ লাখ বর্গ মিটারেরও বেশি এলাকা জুড়ে তৈরি করা হবে। আর এটির কেন্দ্রে ২২৯ দশমিক ৬ ফুট উচ্চতার একটি ড্রাগন থাকবে। সেই সঙ্গে থাকবে অন্তত ৩০টি রাইড।
সর্বকালের জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত জাপানি কমিক সিরিজ ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামার মৃত্যুর কয়েক সপ্তাহের মাথায় এই থিম পার্ক নির্মাণের ঘোষণা এলো। টোরিয়ামা চলতি বছরের পহেলা মার্চ, ৬৮ বছর বয়সে মারা যান।
সূত্র: বিবিসি
এইচআ/