বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট *** দেশে নতুন করে রোহিঙ্গা আসা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আসিফ নজরুলের সভাপতিত্বে কমিটি *** এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব *** ফেসবুকে ছড়ানো নতুন উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব *** বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা *** ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই শামীমা *** দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল *** এমবিবিএস–বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ লেখা যাবে না: হাইকোর্ট *** আমেরিকা-চীনের বাণিজ্যযুদ্ধের সুবিধা পাচ্ছে বাংলাদেশ

দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে সলজবার্গকে হারিয়ে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২২শে জানুয়ারি) প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। তবে এবার গোলের প্রত্যাবর্তন নয়, খেলার নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যাবর্তন। সলজবার্গের বিপক্ষে শুরুতে কিছুটা অগোছালো থাকলেও ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণই নিয়েছে রিয়াল। সলজবার্গকে হারিয়ে দিয়েছে ৫-১ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস। ঘরের মাঠে বাকি এক গোল করেছেন কিলিয়ান এমবাপে। অস্ট্রিয়ার ক্লাব সলজবার্গের হয়ে সান্ত্বনার এক গোল করেছেন ম্যাডস বিডস্ট্রাফ।

২৩ মিনিটে প্রথম গোল করে রিয়াল। ভিনিসিয়ুসের তৈরি করা কাউন্টার অ্যাটাকে গোলটি করেন রদ্রিগো। সলজবার্গের কাছ থেকে বলের নিয়্ন্ত্রণ নিয়ে জুড বেলিংহ্যামকে লম্বা পাস দেন ভিনিসিয়ুস। কিন্তু বেলিংহ্যাম বলের নিয়্ন্ত্রণ নিতে ব্যর্থ হন। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের হারানো বলের নিয়ন্ত্রণ ক্ষিপ্রতার সঙ্গে দখলে নেন রদ্রিগো। পায়ের এক স্পর্শেই বল জমা করেন সলজবার্গের জালে।

আরো পড়ুন : ঢাবিতে ‘ফারসি কন্যাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বেলিংহ্যামের গোড়ালির পেছন থেকে ফ্লিক করা পাসে বাঁকানো শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিয়ালের তৃতীয় গোল করেন এমবাপে, ৪৮ মিনিটে। ফরাসি তারকা গোলে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর যখন সহজ জয়ের দিকে ছুটছে রিয়াল, তখন আরও দুটি করেন ভিনিসিয়ুস। ৫৫ ও ৭৭ মিনিটে গোল করেন ব্রাজিল তারকা। এতে ৫-০ তে এগিয়ে যায় রিয়াল।

৮৫ মিনিটে সলজবার্গের সান্ত্বনার একমাত্র গোলটি করেন বিডস্ট্রাফ।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি রিয়ালের। এক পর্যায়ে ২২তম স্থানে নেমে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। সেই অবস্থান থেকে উন্নতি করে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন ১৬তম স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এস/ আই.কে.জে


রিয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন