রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে পাবনার রমা থেকে হলেন সুচিত্রা সেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শিল্পীজগতের একজন উজ্জ্বল তারকা সুচিত্রা সেন। তার বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়। বাড়িটি অযত্নে ও অবহেলায় পড়ে আছে এখন। সুপ্রিম কোর্টের আদেশে বাড়িটি দখলমুক্ত হয়েছে প্রায় ১০ বছর হলো। দেশভাগের সময় তারা সপরিবারে কলকাতায় চলে যান। এখন এই বাড়িটি ছাড়া পাবনায় সুচিত্রা সেনের আর কোনো স্মৃতিচিহ্ন নেই। 

১৯৩১ সালের ৬ই এপ্রিল পাবনা জেলার হেমসাগর লেনের এই বাড়িতে জন্ম সুচিত্রা সেনের। ৯ ভাইবোনের মধ্যে সুচিত্রা ছিলেন পঞ্চম। বাড়ির ছোটরা ডাকতেন রাঙাদি বলে। মা-বাবা নাম রেখেছিলেন রমা। শৈশবে পাবনায় মহাকালী পাঠশালায় খাতা কলমে সুচিত্রা সেনের নাম ছিল কৃষ্ণা দাশগুপ্ত।

পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পাঁচ কক্ষের একতলা পাকা পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের শিশুকাল, শৈশব ও কৈশোর কেটেছে। তার বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি করতেন। মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। 

আরো পড়ুন : গায়িকা ইভা আরমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার দেওয়ানি মামলা

সুচিত্রা পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। শহরের নানা অনুষ্ঠানে গান গাওয়া ও নাটক থিয়েটারে তিনি অভিনয়ে দক্ষতা রেখেছেন।

ভারত চলে যাওয়ার পর, সেখানকার বনেদি পরিবারের ছেলে দিবানাথ সেনের সঙ্গে রমা দাশগুপ্তের বিয়ে হয়। ১৯৫৩ সালে নায়িকা হয়ে তার অভিনীত প্রথম ছবি ‘সাত নম্বর কয়েদি’ মুক্তি পায়। ১৯৫৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ৩৫ বছর সুচিত্রা সেন একটানা বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

 ‘সাত নম্বর কয়েদি’ সিনেমায় অভিনয় করার সময় রমা নামটি বদলে হয়ে যায় ‘সুচিত্রা সেন’। 

মহানায়িকা সুচিত্রা সেন ৫৬টি বাংলা ও ৭টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। উত্তম কুমারের সঙ্গে জুটি হয়ে বিশব্যাপী ব্যাপক আলোড়ন তোলেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 

ভারত সরকারও তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। বাঙালির হৃদয়ের মণিকোঠায় থাকা এই মহানায়িকা ২০১৪ সালের ১৭ই জানুয়ারি ৮২ বছর বয়সে কলকাতার একটি নার্সিং হোমে হার্ট অ্যাটাকে মারা যান। 

এস/ আই.কে.জে/


সুচিত্রা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন