শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস *** নিহত ফিলিস্তিনিদের দেহ থেকে অঙ্গ চুরি ইসরায়েলি সেনাবাহিনীর *** খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: এ জেড এম জাহিদ *** নির্বাচন কীভাবে হবে, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

গরমে ঝিঙা খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুষ্টিকর সবজি নিয়ে আলোচনা হলেই উঠে আসে ব্রকোলি, গাজর, বিনস, লাউয়ের কথা। কিন্তু চট করে ঝিঙার নাম মাথায় আসে না। অথচ এই গরমে ঝিঙাও উপযুক্ত সবজি। পুষ্টির দিক দিয়ে এই সবজিও কোনো অংশে কম নয়। শুনে অবাক হবেন, ঝিঙা খেয়েও ওজন কমানো সম্ভব। এমনকি রোগের ঝুঁকি কমাতেও ঝিঙার জুড়ি মেলা ভার। এই গরমে কী কী কারণে ঝিঙা খাবেন, চলুন জেনে নিই।

নারীদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ঝিঙা। এই সবজির মধ্যে আয়রন রয়েছে, যা হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। পাশাপাশি এতে ভিটামিন বি-৬ রয়েছে, যা দেহে রক্ত সঞ্চালন উন্নত করে। সব মিলিয়ে রক্তাল্পতার ঝুঁকি কমায় এই সবজি। এই কারণে নারীদের পাতে ঝিঙা রাখতেই হবে।

গাজরের মতো ঝিঙাতেও প্রচুর পরিমাণে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন পাওয়া যায়। এই উপাদান দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। বয়স্কদের ক্ষেত্রে অপটিক্যাল স্নায়ুকে ভালো রাখে এবং চোখের রক্তনালিকে ক্ষয় বা আঘাতের হাত থেকে রক্ষা করে।

ঝিঙার মধ্যে পানির পরিমাণ বেশি এবং ক্যালোরি কম। এমনকি এই সবজিতে ফাইবারও রয়েছে। এগুলো ওজন কমাতে সাহায্য করে। ঝিঙার সঙ্গে অন্যান্য খাবারও থাকে, যার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকে। এই সব উপাদানকে ভাঙতে এবং হজমে সহায়তা করে ঝিঙা। অন্যদিকে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে ঝিঙা খেলে ওজন বাড়ার একেবারেই ভয় নেই।

ঝিঙার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে এবং এতে পানির পরিমাণও বেশি। তাই ঝিঙা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হজমে এবং বাওয়েল মুভমেন্টে সাহায্য করে এই সবজি।

ঝিঙা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250