শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

ঝুলন্ত তার থেকে কবে মুক্তি পাবে নগরবাসী?

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে অনেক এগিয়ে গেলেও ইন্টারনেট ও ক্যাবল টিভির সংযোগ লাইন এখনও পুরনো অবস্থায় রয়ে গেছে। রাজধানীসহ সারা দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত এসব সংযোগ বৈদ্যুতিক খাম্বার ওপর ঝুলিয়ে রাখা হয়েছে। এতে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়া ছাড়াও নগরীর সৌন্দর্য হানি হচ্ছে।

দেশের প্রথম তারবিহীন শহরের নাম  সিলেট। শহরের ঝুলন্ত তার ও বিদ্যুতের লাইন ভূ-গর্ভ দিয়ে নেয়া হয়েছে। শহরের তারবিহীন সড়কে হাঁটলে অনেকেই হয়তো ভুলে যাবেন তিনি দেশে নাকি বিদেশের কোনো সড়কে হাঁটছেন। অথচ রাজধানীর সড়কগুলোর সৌন্দর্য বাড়াতে এক যুগেরও বেশি সময় আগে ঝুলন্ত তার অপসারণের উদ্যোগ নিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এজন্য ভূ-গর্ভস্থ কমন নেটওয়ার্ক করতে লাইসেন্স দেয়া হয় ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্কে (এনটিটিএন)।

রাজধানী ঢাকা ইন্টারনেট সার্ভিস ও ডিশ ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে পরিণত হয়েছে। প্রধান সড়ক কিংবা গলি পথ সর্বত্রই ঝুলছে তার আর তার। বিদ্যুতের পিলারের সাথে কুণ্ডলি পাকিয়ে এমনভাবে রাখা হয়েছে, কোথাও কোথাও পিলারই দেখা যাবে না। ঝুলে থাকা এসব তারের মাধ্যমেই মাঝে মাঝে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া-সহ নানা রকম দুর্ঘটনা ঘটছে। মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সঙ্গে লেগে তার ছিঁড়ে মাটিতে পড়ছে, যার কারণে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই তার সরাতে বিগত সরকারের সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের  মেয়ররা বারবার উদ্যোগ নিলেও ব্যর্থ হয়েছেন। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও ক্যাবল অপারেটরদের (ডিস সংযোগ প্রদানকারী) বার বার আল্টিমেটাম দেয়া হয়েছে। কমিটি গঠন করে বিভিন্ন সময় কোনো কোনো সড়কের ঝুলন্ত তারও কাটা হয়েছে। তবে অদৃশ্য শক্তির ইশারায় তার কেটে দেয়ার ২-৪ ঘণ্টা পরেই আবারও তার ঝুলিয়ে দেয়া হয়েছে।

বিগত সরকারের সময়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সাবেক মেয়রগণ যৌথভাবে সড়কের তার সরানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। বেশকিছু এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সব ইন্টারনেট ও ডিশ লাইনের তার অপসারণ করা হয়েছেছে। কিন্তু অভিযানের পর প্রতিদিন তিন ঘণ্টা করে ইন্টারনেট সংযোগ বন্ধ রেখে প্রতিবাদ জানায় দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। তখন ক্যাবল অপারেটরদের চাপের মুখে ঢাকায় ঝুলে থাকা তারের জঞ্জাল কেটে ফেলার অভিযান স্থগিত করতে বাধ্য হয় সিটি কর্পোরেশন। দুই পক্ষের সমঝোতা বৈঠকের পর পাইলট প্রকল্প হিসেবে ধানমন্ডির ঝুলন্ত তার মাটির নিচে সরিয়ে নিতে রাজি হন ক্যাবল অপারেটররা। সে অনুযায়ী ধানমন্ডি এলাকার তার মাটির নিচে নিয়ে যান আইএসপিএবিসহ অন্য ক্যাবল অপারেটররা।

নগরবাসীর অভিযোগ, একটি দৃষ্টিনন্দন আধুনিক নগরী গড়ার ক্ষেত্রে ঝুলন্ত তার বাধা হয়ে দাঁড়িয়েছে। নগরজুড়ে যখন উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেখানে দীর্ঘদিন ধরে ঝুলতে থাকা এসব তার অত্যন্ত  দৃষ্টিকটূ দেখাচ্ছে। নগরীর সৌন্দর্যহানির অন্যতম কারণ হয়ে উঠেছে ইন্টারনেট ও ক্যাবল অপারেটরের তারের জঞ্জাল। প্রতিদিনই নতুন নতুন সংযোগ বৃদ্ধি পাওয়ায় তারের জঞ্জালও বৃদ্ধি পাচ্ছে। মাথার ওপর কুণ্ডলী পাকিয়ে ঝুলে থাকছে।

উন্নত বিশ্বের কোনো নগরীতেই মাথার ওপর তারের জঞ্জাল ঝুলতে দেখা যায় না। আমাদের দেশে কবে ঝুলন্ত তার থেকে মুক্তি পাবে নগরবাসী? আমাদেরও মাথার ওপরে ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচ দিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তার কাটা এবং অল্প সময় পরে আবার তা লাগিয়ে দেওয়ার এমন খেলা বন্ধ করতে হবে। রাজধানীসহ সারা দেশে বিস্তৃত তারের জঞ্জাল সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিয়ে এর স্থায়ী সমাধান করতে হবে।

এস/ আই.কে.জে/


ঝুলন্ত তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250