শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল

লেনদেন ও সূচকের উত্থানে শেয়ারবাজারে সুখবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সব সূচকের মান। পাশাপাশি উভয় পুঁজিবাজারেই বেড়েছে লেনদেন।

বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ১৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ২৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৭৩৫ দশমিক ২৭ পয়েন্টে ও ২ হাজার ১০৬ দশমিক ৪৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৭ দশমিক ৮১ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪১ কোটি ১২ লাখ টাকার।

এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০ টি কোম্পানির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ৮৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১৯১ দশমিক ৮৯ পয়েন্টে ও ৯ হাজার ৭৬০ দশমিক ৪৩ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১০ দশমিক ১৮ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ২০০ দশমিক ৪০ পয়েন্টে ও ১২ হাজার ৯৮৪ দশমিক ১৬ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ৭ দশমিক ১৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৩৯ দশমিক ৯২ পয়েন্টে। 

সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৭ কোটি ১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮ কোটি ৬১ লাখ টাকা।

সিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর।

ওআ/কেবি


পুঁজিবাজার শেয়ারবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250