শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষুদে প্রতিযোগীর জুতার ফিতে বেঁধে নেটপাড়ার মন জিতলেন অমিতাভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

৮২ বছর বয়সেও বলিউডের 'শাহেনশাহ’। প্রিয় অভিনেতাকে সামনে পেলে ভক্তের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়। যার ঝলক মেলে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র মঞ্চে। এবার প্রতিযোগীর জুতোর ফিতে বেঁধে মন জয় করলেন অমিতাভ বচ্চন। 

বর্তমানে 'কৌন বনেগা ক্রোড়পতি' সিজন ১৬-এর সঞ্চালনা করছেন অমিতাভ। দীর্ঘ দুই-দশক ধরে সনি টিভি-র এই শো-র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। গুরুগম্ভীর ব্যক্তিত্বকে দূরে সরিয়ে মজার কথাবার্তায় প্রতিযোগীদের সঙ্গে অনুষ্ঠান চলার মাঝেমাঝেই আড্ডায় মেতে ওঠেন বিগ বি। হট সিটে বসা প্রতিযোগীরাও অনেক সহজ হয়ে যান। সম্প্রতি তেমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন তাদের ইনস্টাগ্রামে হৃদয়ছোঁয়া মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে, হট সিটে এক কিশোরী বসে রয়েছে। তার জুতোর ফিতে খুলে গিয়েছে। মেয়েটি তার জুতোর ফিতে বাঁধবার চেষ্টায় ছিল, সেই সময় এগিয়ে আসেন অমিতাভ। বলেন, 'ফিতে খুলে গিয়েছে? আমি বেঁধে দিই?' যদিও প্রশ্নের মাঝেই কিশোরী ফিতে বেঁধে নিয়েছিল, তবে বিগ বি-র প্রস্তাব কি আর ফেরানো যায়! হাসিমুখে মেয়েটি উত্তর দেয়, 'হ্যাঁ, বেঁধে দিন।' অমিতাভ যখন ফিতে বাঁধতে এগিয়ে যান, তখন মেয়েটি ইচ্ছা করে নিজের বাঁধা ফিতে খুলে দেয়। অমিতাভ বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, 'বাঁধা ছিলো তো, খুললে কেন?'

আরও পড়ুন: অরিজিতের স্কুটারে গ্রাম ঘুরে দেখলেন এড শিরান

একথা শুনে হেসে ফেলে কিশোরী। এরপর অমিতাভ ফিতে বাঁধতে বাঁধতে বলেন, 'এর আগে থেকেই গণ্ডগোল ছিল। আমি উপর উপরই বেঁধে দিয়েছি! তবে কাজ চলে যাবে'। আর উত্তরে মেয়েটি বলে, 'এবার আর এই ফিতে খুলবে না!' 

ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অমিতাভের ভিডিও। সঙ্গে এসেছে প্রতিযোগীর প্রতি বহু শুভেচ্ছা বার্তা। কেউ লিখেছেন, "মেয়েটির কি ভাগ্য! সারা জীবন এই অভিজ্ঞতা মনে রাখবে।'' 

এসি/ আই.কে.জে

অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন