মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লালশাকের ‘হুমুস’ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

লাল শাক খেতে পছন্দ করেন কমবেশি সবাই। এই শাক দিয়ে তৈরি করতে পারেন নানা পদ। তেমনি একটি মজাদার পদ ‘হুমুস’। রইলো রেসিপি-

উপকরণ

লালশাকের কুচি ১ কাপ, বুটের ডাল ১ কাপ, সাদা তিল ৩ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ।

আরো পড়ুন : সাবু দানার মজার খিচুড়ি

প্রণালি

সাদা তিল শুকনা তাওয়ায় হালকা টেলে নিন। ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সামান্য অলিভ অয়েল বা জলপাই তেল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখা বুটের ডাল সেদ্ধ করুন। পানি কিছুটা শুকিয়ে এলে ডালে লালশাকের কুচি দিন। সেদ্ধ হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। অন্য সব উপকরণসহ ডাল ব্লেন্ড করুন। তিলবাটা মিশিয়ে নিন। রুটি অথবা নানরুটির সঙ্গে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/

লালশাক হুমুস

খবরটি শেয়ার করুন