রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’

রাখিবন্ধনের উপহার কার্ল মার্ক্সের ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

একটি চরম পুঁজিবাদী প্ল্যাটফর্ম। আরেকটি হিন্দু সম্প্রদায়ের প্রথা, যেখানে ভাইকে বোনের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। আর তৃতীয়টি ১৭৭ বছরের পুরোনো এক বই, যেখানে ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান তোলা হয়েছিল এবং পুঁজিবাদের পতনের পর সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখানো হয়েছিল।

এই তিন একসঙ্গে মিলেছে এ বছরের রাখিবন্ধনে, যা গোটা ভারতে শনিবার (৯ই আগস্ট) উদযাপিত হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।

এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’, সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের জন্য উপহার’ বিভাগে রাখা হয়। দাম মাত্র ১২৯ রুপি।

ভাবুন তো, এই একুশ শতকে কলকাতার কোনো ডেলিভারি বয়, যে প্রতিদিন মাত্র সাত ডলারের সামান্য বেশি আয় করে, পাগলের মতো ভিড়ের মধ্যে যানজট ঠেলে দ্রুত কমিউনিস্ট মেনিফেস্টো পৌঁছে দিচ্ছে! এ দৃশ্য দেখে মার্ক্স বিরক্ত হতেন, নাকি মজা পেতেন?

সম্ভবত পার্সেল হাতে দৌড়ে যাওয়া ডেলিভারি বয়কে দেখে মার্ক্স বিড়বিড় করে বলতেন, শ্রমিকের ন্যূনতম ও একমাত্র প্রয়োজনীয় মজুরি হলো সেই পরিমাণ, যা তাকে তার কাজের সময় বেঁচে থাকতে এবং একটি পরিবার লালন করতে সক্ষম করে, যাতে শ্রমিক শ্রেণি বিলীন না হয়ে যায়। স্মিথের মতে, সাধারণ মজুরি হলো মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সর্বনিম্ন হার, অর্থাৎ পশুর মতো বেঁচে থাকা।

ভারতে যখন রাখিবন্ধন উদযাপিত হয় এবং উপহার বিনিময় প্রায় শেষ, তখনো ব্লিংকিটে কমিউনিস্ট মেনিফেস্টো কেনা যাচ্ছিল। তবে আর ‘বোনদের উপহার’ বিভাগে নয়। দাম অপরিবর্তিত ছিল আর কলকাতার এসপ্ল্যানেড এলাকায় কোনো অফিস ঠিকানায় ডেলিভারি সময় দেখাচ্ছিল মাত্র ১৬ মিনিট।

কমিউনিস্ট মেনিফেস্টো অ্যামাজনেও পাওয়া যায়; যা বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের মালিকানাধীন ই-কমার্স প্ল্যাটফর্ম।

বেজোসের মালিকানাধীন সাইটে কমিউনিস্ট মেনিফেস্টো পাওয়া যাচ্ছে একটু কম দামে, ১২২ রুপিতে; যদিও এর আরও দামি সংস্করণ রয়েছে। কিন্ডল সংস্করণ আরও সস্তা, মাত্র ২৪ রুপি আর অডিওবুকটি একেবারে বিনা মূল্যে। প্রকাশনা সংস্থা পেঙ্গুইন এই বইটি অ্যামাজনে ‘মূল গ্রন্থ, সংক্ষিপ্ত নয় ক্লাসিক’ হিসেবে বিক্রি করছে ১০১ রুপিতে।

১৮৪৮ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের লিভারপুল স্ট্রিটের ৪৬ নম্বরে ওয়ার্কার্স এডুকেশনাল অ্যাসোসিয়েশনের দপ্তর থেকে প্রথম মুদ্রণের পর থেকে মার্ক্স ও কমিউনিস্ট মেনিফেস্টো অনেক দূর পথ পেরিয়ে এসেছে। এখন তা হাতে ধরা ডিভাইসে পড়া যায়, যা মার্ক্সের জীবদ্দশায় কল্পনাতীত ছিল।

প্রথম সংস্করণ ছিল মাত্র ২৩ পৃষ্ঠার জার্মান ভাষার একটি বই। গাঢ় সবুজ মলাটে ছাপা হয়েছিল প্রায় এক হাজার কপি।

বড় পুঁজির প্রতি মার্ক্সের বিরূপ মনোভাব সত্ত্বেও কমিউনিস্ট মেনিফেস্টোর প্রাথমিক সংস্করণের কেবল ১১টি কপি আজও টিকে আছে বলে জানা যায়; যার মধ্যে দুটি নিলামে বিক্রি হয়।

জে.এস/

ভারত রাখিবন্ধন কার্ল মার্ক্স ফ্রেডরিক এঙ্গেলস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250