শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

রাখিবন্ধনের উপহার কার্ল মার্ক্সের ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

একটি চরম পুঁজিবাদী প্ল্যাটফর্ম। আরেকটি হিন্দু সম্প্রদায়ের প্রথা, যেখানে ভাইকে বোনের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। আর তৃতীয়টি ১৭৭ বছরের পুরোনো এক বই, যেখানে ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান তোলা হয়েছিল এবং পুঁজিবাদের পতনের পর সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখানো হয়েছিল।

এই তিন একসঙ্গে মিলেছে এ বছরের রাখিবন্ধনে, যা গোটা ভারতে শনিবার (৯ই আগস্ট) উদযাপিত হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।

এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’, সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের জন্য উপহার’ বিভাগে রাখা হয়। দাম মাত্র ১২৯ রুপি।

ভাবুন তো, এই একুশ শতকে কলকাতার কোনো ডেলিভারি বয়, যে প্রতিদিন মাত্র সাত ডলারের সামান্য বেশি আয় করে, পাগলের মতো ভিড়ের মধ্যে যানজট ঠেলে দ্রুত কমিউনিস্ট মেনিফেস্টো পৌঁছে দিচ্ছে! এ দৃশ্য দেখে মার্ক্স বিরক্ত হতেন, নাকি মজা পেতেন?

সম্ভবত পার্সেল হাতে দৌড়ে যাওয়া ডেলিভারি বয়কে দেখে মার্ক্স বিড়বিড় করে বলতেন, শ্রমিকের ন্যূনতম ও একমাত্র প্রয়োজনীয় মজুরি হলো সেই পরিমাণ, যা তাকে তার কাজের সময় বেঁচে থাকতে এবং একটি পরিবার লালন করতে সক্ষম করে, যাতে শ্রমিক শ্রেণি বিলীন না হয়ে যায়। স্মিথের মতে, সাধারণ মজুরি হলো মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সর্বনিম্ন হার, অর্থাৎ পশুর মতো বেঁচে থাকা।

ভারতে যখন রাখিবন্ধন উদযাপিত হয় এবং উপহার বিনিময় প্রায় শেষ, তখনো ব্লিংকিটে কমিউনিস্ট মেনিফেস্টো কেনা যাচ্ছিল। তবে আর ‘বোনদের উপহার’ বিভাগে নয়। দাম অপরিবর্তিত ছিল আর কলকাতার এসপ্ল্যানেড এলাকায় কোনো অফিস ঠিকানায় ডেলিভারি সময় দেখাচ্ছিল মাত্র ১৬ মিনিট।

কমিউনিস্ট মেনিফেস্টো অ্যামাজনেও পাওয়া যায়; যা বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের মালিকানাধীন ই-কমার্স প্ল্যাটফর্ম।

বেজোসের মালিকানাধীন সাইটে কমিউনিস্ট মেনিফেস্টো পাওয়া যাচ্ছে একটু কম দামে, ১২২ রুপিতে; যদিও এর আরও দামি সংস্করণ রয়েছে। কিন্ডল সংস্করণ আরও সস্তা, মাত্র ২৪ রুপি আর অডিওবুকটি একেবারে বিনা মূল্যে। প্রকাশনা সংস্থা পেঙ্গুইন এই বইটি অ্যামাজনে ‘মূল গ্রন্থ, সংক্ষিপ্ত নয় ক্লাসিক’ হিসেবে বিক্রি করছে ১০১ রুপিতে।

১৮৪৮ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের লিভারপুল স্ট্রিটের ৪৬ নম্বরে ওয়ার্কার্স এডুকেশনাল অ্যাসোসিয়েশনের দপ্তর থেকে প্রথম মুদ্রণের পর থেকে মার্ক্স ও কমিউনিস্ট মেনিফেস্টো অনেক দূর পথ পেরিয়ে এসেছে। এখন তা হাতে ধরা ডিভাইসে পড়া যায়, যা মার্ক্সের জীবদ্দশায় কল্পনাতীত ছিল।

প্রথম সংস্করণ ছিল মাত্র ২৩ পৃষ্ঠার জার্মান ভাষার একটি বই। গাঢ় সবুজ মলাটে ছাপা হয়েছিল প্রায় এক হাজার কপি।

বড় পুঁজির প্রতি মার্ক্সের বিরূপ মনোভাব সত্ত্বেও কমিউনিস্ট মেনিফেস্টোর প্রাথমিক সংস্করণের কেবল ১১টি কপি আজও টিকে আছে বলে জানা যায়; যার মধ্যে দুটি নিলামে বিক্রি হয়।

জে.এস/

ভারত রাখিবন্ধন কার্ল মার্ক্স ফ্রেডরিক এঙ্গেলস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250