সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে কম খরচে থাকতে পারবেন যেসব হোটেলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বান্দরবান ভ্রমণে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের এই জেলাটিতে গিয়ে পাহাড় ও মেঘের মিতালি দেখে আসার এখনই সময়। ভ্রমণে গিয়ে কোথায় থাকবেন, কোথায় পাবেন সাশ্রয়ী হোটেল—এমন নানা বিষয় আগেই জেনে যাত্রা শুরু করেন অনেক পর্যটক। ভ্রমণপ্রিয় এসব মানুষের জন্য থাকছে স্বল্প খরচে থাকা যায় এমন কিছু হোটেলের তথ্য।

বান্দরবান জেলা শহরেই রয়েছে হোটেল সারওয়ার, হোটেল পর্বত, হোটেল থ্রিস্টারসহ বহু আবাসিক হোটেল। এসব হোটেলের কয়েকটিতে মাত্র ৫০০ টাকা ভাড়া দিয়েও থাকার ব্যবস্থা রয়েছে। ভালো মানের কক্ষ চাইলেও ভাড়া দুই হাজার টাকার মধ্যে। এসব হোটেলে সরাসরি গিয়েই কক্ষ ভাড়া নেওয়া যায়।

জেলার শহরে প্রবেশমুখ মেঘলায় রয়েছে পর্যটন মোটেল। এই মোটেলে ন্যূনতম ১ হাজার ৬০০ টাকা দিয়েই মেলে কক্ষ। বেশি ভাড়ার কক্ষও রয়েছে। পর্যটন মোটেলে কক্ষ বুকিং দিতে মুঠোফোনে ০১৮১৬-১৫০৩৬৩ নম্বরে যোগাযোগ করতে হবে।

মেঘলা এলাকায় রয়েছে বেসরকারি পর্যটন কেন্দ্র হলিডে ইন। পাহাড়, হ্রদের পাশে গড়ে ওঠা এই রিসোর্ট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। হলিডে ইনের কটেজের ভাড়া শুরু হয়েছে আড়াই হাজার থেকে। ০১৭৭৭-৭৬৫৭৮২ নম্বরে কল করে কক্ষ বুকিং দেওয়া যায়।

আরো পড়ুন : প্রথম দিনে সাজেক ভ্রমণে পাঁচ শতাধিক পর্যটক

জেলা শহরের বাসস্টেশন এলাকায় অবস্থিত হোটেল হিলভিউ। জেলার সবচেয়ে বেশি পর্যটকের ভিড় হয় এই হোটেলে। সারা বছর ধরেই হোটেলটি জমজমাট থাকে। হোটেলের ব্যবস্থাপক পারভেজ আলম বলেন, তাদের হোটেলে কক্ষ রয়েছে ৯০টি। হোটেলে কক্ষের ন্যূনতম ভাড়া দুই হাজার টাকা। ০১৭৯০-৮৪২৭৭৭ নম্বরে কল দিয়ে কক্ষ ভাড়া নেওয়া যাবে।

জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে বান্দরবান-চিম্বুক সড়কে মিলনছড়ি হিলসাইড রিসোর্ট। এই রিসোর্ট থেকে সবুজ বনাঞ্চল, পাহাড় ও সাঙ্গু নদের মনোরম দৃশ্য দেখা যায়, যা দেখে পর্যটকদের মনে প্রশান্তি আসে। হিলসাইড রিসোর্টের কটেজেও দুই হাজার টাকার মধ্যেই থাকা যায়। তবে আছে বেশি ভাড়ার কিছু কক্ষও। বুকিংয়ের জন্য মুঠোফোন নম্বর—০১৭৩০-০৪৫০৮৩।

জেলা শহরের থানচি বাসস্টেশনের পাশে হোটেল আরণ্য। কাপল বেডের কক্ষ ভাড়া সাড়ে তিন হাজার টাকা। তবে মালিক জসীম উদ্দিন বলেন, তারা ভ্রমণকারীদের ব্যয় সাশ্রয়ে এখন ৩৫ থেকে ৪০ শতাংশ ছাড় দিচ্ছেন। বেশিসংখ্যক কক্ষ ভাড়া নিলে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারবেন। তাদের হোটেলে যোগাযোগের নম্বর ০১৮৭৪-৫৫৫০০৫।

এস/ আই.কে.জে/


বান্দরবান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন