ছবি: সংগৃহীত
কবি শাহজামাল সরকার
কাব্য যখন হয়ে ওঠে
খোকার রঙিন ঘুড়ি,
আমার তখন ভালো লাগে
ইচ্ছে হয় উড়ি।
কাব্য যখন হয়ে ওঠে
প্রজাপতি পাখি,
আমার তখন ভালো লাগে
বাঁশের কুলো ঢাকি।
কাব্য যখন হয়ে ওঠে
খুকির নতুন গাল,
আমার তখন ভালো লাগে
কৃষ্ণচূড়া ডাল।
কাব্য যখন হয়ে ওঠে
প্রিয় বাঙলা ঢোল,
ভালো লাগে বাউলের
একতারার বোল।
কাব্য যখন হয়ে ওঠে
রাখলের বাঁশি,
আমার তখন ভালো লাগে
বাঙলা মায়ের হাসি।
আরএইচ/