বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে

কাফুর সঙ্গে ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও কানিজিয়া

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী মাসে ঢাকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু আসার খবর আগেই জানা গিয়েছিল। তখনই ইঙ্গিত ছিল তার সঙ্গে আসতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও কানিজিয়াও। শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অন্যতম এই সতীর্থ।

বিষয়টি নিশ্চিত করেছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, "আসন্ন আন্তর্জাতিক ফুটবল উৎসব 'এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫'-এ যোগ দিতে ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও কানিজিয়া। এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন।"

ভিডিও বার্তায় কানিজিয়া বলেন, "হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও কানিজিয়া, এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ই ডিসেম্বর 'এএফবি লালিন বাংলা সুপার কাপ'-এ তোমাদের সঙ্গে দেখা হবে এবং আমরা একসাথে উপভোগ করব।"

আগামী ডিসেম্বরে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধানে কনমেবল ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল আসর 'এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫'। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ৫ই থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলারদের দুটি দল এবং বাংলাদেশের প্রাক্তন খেলোয়াড়দের একটি বিশেষ একাদশ।

আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি আসাদুজ্জামান জানান, "ক্লদিও কানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।"

ক্লদিও কানিজিয়া ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় রচনা করেন।

জে.এস/

ক্লদিও কানিজিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250