বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

কাফুর সঙ্গে ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও কানিজিয়া

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী মাসে ঢাকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু আসার খবর আগেই জানা গিয়েছিল। তখনই ইঙ্গিত ছিল তার সঙ্গে আসতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও কানিজিয়াও। শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অন্যতম এই সতীর্থ।

বিষয়টি নিশ্চিত করেছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, "আসন্ন আন্তর্জাতিক ফুটবল উৎসব 'এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫'-এ যোগ দিতে ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও কানিজিয়া। এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন।"

ভিডিও বার্তায় কানিজিয়া বলেন, "হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও কানিজিয়া, এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ই ডিসেম্বর 'এএফবি লালিন বাংলা সুপার কাপ'-এ তোমাদের সঙ্গে দেখা হবে এবং আমরা একসাথে উপভোগ করব।"

আগামী ডিসেম্বরে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধানে কনমেবল ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল আসর 'এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫'। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ৫ই থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলারদের দুটি দল এবং বাংলাদেশের প্রাক্তন খেলোয়াড়দের একটি বিশেষ একাদশ।

আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি আসাদুজ্জামান জানান, "ক্লদিও কানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।"

ক্লদিও কানিজিয়া ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় রচনা করেন।

জে.এস/

ক্লদিও কানিজিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250