সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

তিনি বলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং এখানে রোগীদের ভালো চিকিৎসাসেবা প্রদান করা আমাদের কর্তব্য। 

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ এবং ইউনিট ঘুরে দেখেন এবং হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলার হাসপাতালে ফ্লোরেও চিকিৎসার জন্য কাতরাচ্ছেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যথাযথ সেবা প্রদান করতে পারলে চাপ কমবে জেলার হাসপাতালে। 

পরিদর্শন শেষে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান এবং কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন।

আরও পড়ুন: সংখ্যা নয়, দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার চাই: স্বাস্থ্যমন্ত্রী

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপফতরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু, পরিচালক ও লাইন ডাইরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা. রিজওয়ানুর রহমান, পরিচালক হাসপাতাল ও ক্লিনিকসমূহ ডা. আবু হোসেন মঈনুল আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ ডা. মহিউদ্দীন এবং সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এসকে/ 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন মানসম্পন্ন স্বাস্থ্যসেবা

খবরটি শেয়ার করুন