শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

দলীয় লোগোতে পরিবর্তন এনেছে জামায়াত, আল্লাহ ও আকিমুদ দ্বীন শব্দগুলো বাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দলীয় লোগো ও পতাকায় পরিবর্তন এনেছে জামায়াতে ইসলামী। নতুন লোগো ও পতাকা এরই মধ্যেই ব্যবহার করা শুরু করে দিয়েছে দলটি। জামায়াতের দলীয় ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে নতুন লোগো দেখা গেছে। এতে আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং আকিমুদ দ্বীন (দ্বীন প্রতিষ্ঠা) শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ই আগস্ট অভ্যুত্থানের পর নতুনভাবে দল সাজাতে থাকে জামায়াত। একই সাথে মাঠের কাজেও আসে নতুনত্ব। দলের ভেতরে নানাভাবে আলোচনা হতে থাকে দলের লোগো ও পতাকা পরিবর্তনের। আলোচনা শুরুর পর প্রাথমিক ধাপেই ঠিক করা নতুন লোগো ও পতাকা ব্যবহার করা শুরু করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের বাসায় গেস্ট রুম সাজানো হয়েছে দলটির নতুন লোগো দিয়ে। যেখানে নতুন লোগো ও পতাকা নিয়ে একাধিক কূটনেতিকের সঙ্গেও বৈঠকও করেছেন জামায়াত আমির।

জামায়াতের লোগোতে দাঁড়িপাল্লা ঠিক রেখে আল্লাহ ও মিনারের পরিবর্তে বই, কলম ও উদীয়মান সূর্য যুক্ত করা হয়েছে। লোগোর নিচে দলটির নাম বাংলা ও আরবিতে লেখা হয়েছে। লোগোর পাশাপাশি বদল এসেছে পতাকাতেও। সাদার পারিবর্তে সবুজ রঙ্গের পতাকা দেখা গেছে। সবুজ পতাকার মাঝে নতুন লোগোটি স্থাপিত করা হয়েছে।

এর আগে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়। এরপর ২০১৬ সালে গুঞ্জন উঠে লোগো পরিবর্তন করা হচ্ছে দলটির। কিন্তু শেষ পর্যন্ত তা পরিবর্তন করা হয়নি। ২০০৮ সালে দলের নামে পরির্বতনের ১৭ বছর পর দলীয় লোগো ও পতাকায় পরিবর্তন এনেছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, নতুন বাংলাদেশ তৈরির যে চিন্তা জামায়াতে ইসলামী করছে, তার ধারাবাহিকতায় দলের লোগো ও পতাকায় পরির্বতন।

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, লোগো ও পতাকায় পরিবর্তন করা হচ্ছে। এখনও আলোচনা চলছে। আমিরের বাসায় যেটি দেখা যাচ্ছে তা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। নতুন লোগো ও পতাকা ঠিক হলে আমরা সবাইকে জানিয়ে দেবো।

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250