শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

নির্বাচনে কোন পদে লড়তে চান নিপুণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আগামী ১৯শে এপ্রিল অনুষ্ঠিত হতে পারে । নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতার খবর শোনা গেলেও কোনো পক্ষ থেকেই ঘোষণা করা হয়নি পূর্ণাঙ্গ প্যানেল। নির্বাচনে থাকবে ২১ সদস্যের কমিটি। 

তবে জানা যায়, মিশা সওদাগর ও ডিপজল মিলে যে প্যানেল তৈরি করছেন তাতে প্যানেলে সভাপতি পদে লড়বেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।

অন্য প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ তবে তার প্যানেলে সভাপতি পদে কে নির্বাচন করবেন, তা এখনো জানা যায়নি। নিপুণ  সম্পাদকের পদেই লড়বেন এটা জানিয়েছেন তিনি।

আরো পড়ুন : লোকসঙ্গীতের ধারা ও বিবর্তন

এদিকে ইলিয়াস কাঞ্চন আগেই জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন না। একাধিক সূত্রে জানা গিয়েছিল,আগামী নির্বাচন সভাপতি হিসেবে নিপুণকে আর সাধারণ সম্পাদক পদে লড়বেন ইমন। তবে সভাপতি পদে নয় সাধারণ সম্পাদকের পদেই লড়বেন এ কথা নিপুণ নিজেই জানিয়েছেন।

সভাপতি পদে কে লড়বেন জবাবে নিপুণ বলেন, ‘এখনো বলার সময় আসেনি। আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পী তা সিদ্ধান্ত নেবেন। তারাই বিষয়টি দেখছেন। আস্তেধীরে প্যানেল গোছানোর কাজ চলছে। আগামী ২রা মার্চ আমাদের সমিতির পিকনিক।

আপাতত পিকনিকের ফান্ড কালেকশন থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে ঝামেলার মধ্যে আছি। পিকনিক শেষ হলে নির্বাচনের প্যানেলের দিকে মনোযোগ দেবো। তবে আশা করছি, আগামী মাসের মাঝামাঝিতে প্যানেল চূড়ান্ত করতে পারব।’

অন্য আরেকটি সূত্রে সভাপতি পদে জ্যেষ্ঠ অভিনেতা মাসুদ রানা এবং আলমগীরের নামও শোনা গেছে। 

এসি/


নির্বাচন নিপুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250