ছবি: সংগৃহীত
ঢাকার সিনেমার অভিনেতা ফেরদৌস আহমেদ সংসদ সদস্য হিসেবে ‘মনোনীত’ হয়েছিলেন গত বছর। ২০২৪ সালের ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। গত বছরের ৫ই অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে খোঁজ নেই তার।
এর আগেই রাজনৈতিক এক বিতর্কে জড়িয়ে কলকাতায় নিজের অবস্থান হারান ফেরদৌস। এক সময় পশ্চিমবঙ্গের সিনেমাপাড়ায় তার দারুণ জনপ্রিয়তা ছিল। ঢালিউড ও টালিউড- দুই কূল হারিয়ে ফেরদৌস এখন কোথায় আছেন, তা অনেকের অজানা।
শুধু ফেরদৌস নন, শেখ হাসিনার সরকারের পতনের পর বিপদে পড়েছেন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত অভিনয় ও গানের শিল্পীরা। ফেরদৌসের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেতা রিয়াজ আহমেদ। দুজন বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফেরদৌসের মতো খোঁজ নেই রিয়াজেরও। ফোন, বা সামাজিক মাধ্যমেও উপস্থিতি নেই তাদের।
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যে আলোড়ন তোলা ফেরদৌস ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। এ কারণে তার ভিসা বাতিল হয়। দেশে ফিরতে বাধ্য হন তিনি।
ফলে সেখানকার সিনেমায় কাজের সুযোগ হারান তিনি। সেই সময় কলকাতায় শরৎচন্দ্রের ‘দত্তা’সহ বেশ কয়েকটি ছবির শুটিং চলছিল তার। প্রযোজক বিপদে পড়তে পারেন, সে কথা মাথায় রেখে সে সময় কলকাতার সব কটি ছবি থেকেই নিজেকে সরিয়ে নেন ফেরদৌস। অবশ্য পরে কালো তালিকা থেকে বেরিয়ে আবার ভারতীয় সিনেমায় ফেরার চেষ্টা করেন তিনি।
পশ্চিমবঙ্গের সিনেমায় ফেরদৌসের ফেরার কথা ছিল ‘মীর জাফর চ্যাপটার ২’ সিনেমা দিয়ে। এটি পরিচালনা করছেন অর্কদীপ মল্লিকা নাথ। ছাত্র আন্দোলনে নীরব থাকায় টালিউডের এ সিনেমা থেকেও বাদ পড়েন তিনি। ‘মীর জাফর চ্যাপ্টার টু’ সিনেমার প্রযোজক রানা সরকার গত বছরের শেষ দিকে জানান, ‘এ সিনেমায় আর থাকছেন না ফেরদৌস।’
রানা সরকার বলেন, ‘বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে, আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না।’
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসকে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে, ভারতের কলকাতায় তার প্রিয় বন্ধু, টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন।
তবে খবরটি সম্পূর্ণ ভুয়া বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানান ঋতুপর্ণা। নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে, ফেরদৌস ৫ই আগস্টের পর দেশ থেকে পালিয়ে গিয়ে সিঙ্গাপুর আশ্রয় নিয়েছেন।
এইচ.এস/