শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

জন্মবার্ষিকীতে আলোচনা

‘আজীবন ন্যায়ের পক্ষে কথা বলেছেন সত্যেন সেন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘জানি পথ দুর্গম, তবু চলো দুর্দম’ স্লোগানে উদ্‌যাপিত হলো সাহিত্যিক, সাংবাদিক, কৃষকনেতা ও উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২৮শে মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেনের প্রতিকৃতির সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান উদীচী কেন্দ্রীয় সংসদের নেতারা। বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শিবানী ভট্টাচার্য, প্রবীর সরদার ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

অমিত রঞ্জন দে বলেন, একটি কঠিন সময় অতিক্রম করছে দেশ। স্বৈরাচারের পতন হলেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। বৈষম্যমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার পথ যত দুর্গম হোক না কেন, দুর্দম গতিতে সেই পথে চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ পর্বে বক্তারা সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দেখানো পথে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, শোষণহীন, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে আজীবন লড়াই-সংগ্রাম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্য বক্তারা বলেন, ১৯০৭ সালের ২৮শে মার্চ জন্মগ্রহণ করা সত্যেন সেন আজীবন সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। ছাত্রজীবন থেকেই নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনে ছিল তার সরব উপস্থিতি।

এ ছাড়া কৃষক আন্দোলনেরও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সত্যেন সেন। একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত ও সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯শে অক্টোবর সত্যেন সেন, রণেশ দাশগুপ্তসহ বেশ কয়েকজন প্রগতিশীল মুক্তচিন্তার মানুষের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠিত হয় উদীচী শিল্পীগোষ্ঠী।

এইচ.এস/

সত্যেন সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন