সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে বজ্রসহ শিলা-বৃষ্টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। সেইসঙ্গে হয়েছে বজ্রপাতও। এর ফলে টানা গরমের পর এখন শীতল অনুভব হচ্ছে নগরবাসীর।

রোববার (৫ই মে) রাত ১০টার পর রাজধানীতে ঝড়ো বাতাস বইতে শুরু করে। বিভিন্ন জায়গায় বৃষ্টি নামে। সঙ্গে পড়তে থাকে শিলাও।

ধানমন্ডি, মোহাম্মদপুর, রামপুরা, কারওয়ানবাজার, বারিধারা, গুলশান, টিকাটুলি, সায়দাবাদ, মানিকনগর, গোলাপবাগ এলাকায় রাত ১০টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বেশ বড় আকৃতির শিলা পড়েছে। থেমে থেমে বইছে দমকা হাওয়া। বজ্রপাতও হচ্ছে।

এদিকে আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সন্ধ্যাতেই সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়, এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ওআ/  আই.কে.জে

বৃষ্টি

খবরটি শেয়ার করুন