শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের সংখ্যা ও উপবৃত্তির হার বাড়ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের সুরক্ষায় ২০২৪-২৫ অর্থবছরে ভাতাপ্রাপ্তের সংখ্যা ২৯ লাখ থেকে বৃদ্ধি করে ৩২ লাখ ৩৪ হাজার জনে উন্নীত করা হবে। এছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার বিদ্যমান ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ই জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা জানান।

মন্ত্রী বলেন, মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৮০০ জন থেকে ১৬ লাখ ৫৫ হাজার ২৮০ জনে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে

বাজেট বরাদ্দ প্রতিবন্ধী ভাতা

খবরটি শেয়ার করুন