শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পটলের খোসা ফেলে না দিয়ে তৈরি করুন এই ভর্তাটি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক সময় বাড়িতে তেমন কিছু না থাকলে হাতের কাছে যা কিছু আছে, সেটা দিয়েই বানিয়ে ফেলা যায় নানা পদের ভর্তা। তেমনি পটলের খোসা দিয়ে তৈরি করতে পারেন মজাদার একটি ভর্তা, রইলো রেসিপি- 

উপকরণ:

পটলের খোসা ২৫০ গ্রাম,

মাঝারি আকারের চিংড়ি মাছ ৮-১০টি,

দেশি পেঁয়াজ ২টা,

রসুন ৬-৭ কোয়া,

কাঁচা মরিচ ৫-৬টি,

শর্ষের তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ,

লবণ স্বাদমতো,

হলুদ সামান্য। 

আরো পড়ুন : গরমে স্বস্তি দেবে এক গ্লাস গোলাপ শরবত!

প্রণালি:

পটলগুলো ধুয়ে একটু মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো অল্প পানিতে সেদ্ধ করে পানি পুরোপুরি শুকিয়ে নিন। চিংড়ি মাছে অল্প লবণ আর হলুদ মেখে নিন। ভালোমতো ভেজে নিতে হবে। একটি পাত্রে তেল নিয়ে তাতে পেঁয়াজ, রসুন, লবণ আর কাঁচা মরিচ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হলে তার মধ্যে সেদ্ধ করে রাখা পটলের খোসাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে মাছসহ সবকিছু একসঙ্গে পাটায় বেটে নিতে হবে।

এস/ আই.কে.জে/ 

রেসিপি পটোলের খোসা ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন