বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

বর্ষায় সাধের বাগানের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষাকালে বৃষ্টির পানি পাচ্ছে বলে গাছের আলাদা করে যত্ন নেওয়ার দরকার নেই, একথা ভুলেও ভাববেন না। এ সময় বাগানের বাড়তি খেয়াল রাখতে হয়। কীভাবে যত্ন নেবেন তার কিছু উপায় রইলো নিম্নে-

পানি নিষ্কাশনের ব্যবস্থা : বর্ষায় টবে পানি জমে গাছের শিকড়ে অক্সিজেন সরবরাহ কমে যায়। তাই বষায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হতে হবে। সবজির বাগান করার পরিকল্পনা থাকলে বর্ষার ঠিক আগেই ট্রেতে সবজির বীজ লাগাতে হবে। এখনও করতে পারেন। তবে বীজ ভর্তি ট্রে ঘরের ভিতরে রাখবেন। প্রাথমিক বৃদ্ধির সময় অতিরিক্ত রোদ না লাগানোই ভালো। মাঝারি আলো পেলেই হবে। অঙ্কুর বের হওয়া শুরু হলে নতুন টবে লাগিয়ে নিন।

আরো পড়ুন : মুখের যত্নে বিটের মাস্ক

নিয়মিত মাটি পরীক্ষা : বেশি বৃষ্টি হলে মাটির সূক্ষ্ম স্তর প্রায়ই ভেসে যায়। তাই নিয়মিত মাটি পরীক্ষা করা দরকার। বাতাস চলাচলের জন্য মাটিতে যেন যথেষ্ট পরিমাণে ছিদ্র থাকে। শিকড়ের চারপাশে মাটি যেন আটকে না থাকে। গাছে পানি ঢুকতে না পারলে গাছের চারপাশে শ্যাওলা জমে যায়। কড়া রোদ থেকে বাঁচাতে মাঝে মাঝে পাতলা কাপড় দিয়ে গাছ ঢেকে রাখতে পারেন।

বৃষ্টির পানি সংগ্রহ করুন : সুযোগ থাকলে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখুন। পরে এই পানি গাছে দিতে পারেন। বাগানের সৌন্দর্য বাড়বে। প্লাস্টিকের ড্রাম বা গামলায় পানি ভরে রাখুন। বর্ষার এই সময় ঝড় হওয়ারও সম্ভাবনা থাকে। তাই সরু কাণ্ড বিশিষ্ট গাছের সঙ্গে মোটা বাঁশ বা লাঠি বেঁধে দিন। তাহলে ঝড়ে আর গাছ ভাঙবে না।

দ্রুত সবজি তুলুন : এই সময় গাছ সঠিক স্থানে রাখতে হবে, তা না হলে বেশি পানিতে গাছ মরে যেতে পারে। তাই গাছের টবগুলো সঠিক জায়গায় রাখুন। টবে পানি ভরে গেলে তা ফেলে দিন। বাগানের গাছে ফুল, শাক-সবজি হলে দ্রুতে তুলে ফেলুন। না হলে বর্ষায় সেগুলোতে পোকা ধরে যেতে পারে।

এস/কেবি


বৃষ্টির পানি বাগানের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250