ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন দুটি চলতি (সেপ্টেম্বর) মাসেই ফের চালু করার চেষ্টা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে সেপ্টেম্বরের ঠিক কত তারিখ তা চালু হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) ডিএমটিসিএল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে স্টেশনগুলোর পুনরায় চালুর তারিখ ঘোষণা করা হতে পারে।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, একটি টেকনিক্যাল টিম সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে। এই মাসের (সেপ্টেম্বর) মধ্যেই বন্ধ থাকা স্টেশন দুটি চালু করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে। তবে ঠিক কবে নাগাদ স্টেশন দুটির কার্যক্রম শুরু হবে তা এখনই বলতে পারছি না। আমাদের টেকনিক্যাল টিম ও স্টেকহোল্ডারদের সাথে মেরামতের অগ্রগতি নিয়ে আলোচনা করবো এবং ১৮ই সেপ্টেম্বরে হয়ত একটি সিদ্ধান্ত জানাতে পারবো।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য এই মাসের শেষের দিকেই দুটি স্টেশন খুলে দেওয়া। তবে পূর্ণ যাত্রী সেবা না দিতে পারলেও, যাত্রীদের যেন অন্তত ট্রেনে ওঠানামা করতে পারেন তার চেষ্টা করবো।
এসি/কেবি