প্রতীকী ছবি
শারীরিক দুর্বলতা কাটাতে নিজের প্রতি যত্নশীল হতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত। মানতে হবে অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস। এমন অনেক খাবার আছে যেগুলো নিয়মিত খেলে শরীরে দ্রুত শক্তি ফিরে এসে যৌবন হবে চনমনে।
চলুন তবে জেনে নেওয়া যাক-
মধু এবং আদা : এই দুইয়ের মিশ্রণ পুরুষদের জন্য উপকারী হতে পারে। আদা সেবন রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে, যা শরীরে শক্তি সঞ্চালন উন্নত করে। মধু টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সহায়ক। এই মিশ্রণটি যৌন স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়।
জাফরান এবং দুধ : জাফরান এবং দুধের মিশ্রণ শরীরকে শিথিল করে এবং ঘুমের মান উন্নত করে। জাফরানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এবং দুধ ক্যালসিয়াম এবং প্রোটিনের একটি ভাল উৎস, যা শরীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। এই সংমিশ্রণ প্রজনন স্বাস্থ্য এবং যৌন ক্ষমতা প্রচারে সহায়ক।
পুষ্টিবিদদের মতে, যেসব পুরুষ সবসময় দুর্বল বা ক্লান্ত বোধ করেন, তাদের রাতে ঘুমনোর আগে জাফরান এবং দুধ খাওয়া উচিত। জাফরান-দুধের মিশ্রণ শরীরে শক্তি জোগায়। এছাড়া পুরুষদের শারীরিক দুর্বলতার ও সমস্যা দূর হয়।
দুধ এবং জাফরান গ্রহণ বিবাহিত পুরুষদের যৌন জীবন উন্নত করতে পারে। চাইলে দুধের সাথে কিসমিসও নিতে পারেন।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন