শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

ইরানে আমেরিকার হামলা কয়েকমাসের ‘গোপন প্রস্তুতির’ ফল: প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আমেরিকার সদ্য চালানো ক্ষেপণাস্ত্র হামলা হঠাৎ নয়, বরং কয়েক মাসের পরিকল্পনা ও গোপন প্রস্তুতির ফল। এসব অভিযানে মিসডাইরেকশন বা বিভ্রান্তির কৌশল প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

হেগসেথ বলেন, ‘এ পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদি। এতে ছিল সপ্তাহ ও মাসব্যাপী প্রস্তুতি এবং অবস্থান গ্রহণ, যেন যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্দেশ দেবেন, তখনই আমরা প্রস্তুত থাকি।’

তিনি আরও জানান, ‘এটি ছিল অত্যন্ত নির্ভুলতা ও গোপনীয়তায় ভরা একটি সামরিক পরিকল্পনা। এমনকি আমাদের বি-২ বোমারু বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ ও বহির্গমন করেছে—যা গোটা বিশ্ব বুঝতেই পারেনি।’

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ব্রিফিংয়ের শুরুতেই তিনি জানান, শনিবার (২১শে জুন) রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ‘দুর্বল’ এবং ‘ধ্বংস’ করার জন্য চালানো হয়েছিল।

তিনি বলেন, এ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি।

পিট হেগসেথ আরও বলেন, অনেক প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি। যে কারণে এ অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী।

পিট হেগসেথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250