মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সত্যিকারের সুখী হওয়া কি আসলেই কঠিন? জানালেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেতা মিশা সওদাগর চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করে থাকেন। ৯৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি মিশা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। সম্প্রতি একটি ছবি পোস্ট করে মিশা ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসি মুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কী? সবাই ভালো থাকুক।’

আরও পড়ুন: মুখ খুললেন সাইফ আলী খানের হামলাকারী

শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেতা মিশা সওদাগর বেশ হাসিখুশি মেজাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। এদিকে কমেন্ট বক্সে সেলিম নামে এক নেটিজেন লিখেছেন, ‘সুন্দর কথা বলছেন বস ভালো থাকুন আপনিও।’

আরেকজন ভক্ত লিখেছেন, ‘একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুক—এটাই তো সবচেয়ে বড় চাওয়া।’

এসি/ আই.কে.জে/ 


সুখী হওয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন