‘মিসিং’ সিনেমায় নাজির ও সৃষ্টি। ছবি: সংগৃহীত
২০২৩ সালে পাঁচ শর্তে দেশের হলে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই বছরের মে মাসে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মুক্তি পেয়েছে ডজনখানেক সিনেমা। যার সব কটি ছিল ভারতীয় সিনেমা। এবার প্রথমবারের মতো দেশের হলে আসছে নেপালি সিনেমা। ১৮ই জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মিসিং’।
একসময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় বাংলাদেশে সিনেমা তৈরি হয়েছে। তবে সরাসরি সেই দেশের সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। মিসিং দিয়েই বাংলাদেশের হলে শুরু হচ্ছে নেপালি সিনেমার যাত্রা। সাফটা চুক্তির আওতায় মিসিং বাংলাদেশে আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। গত মঙ্গলবার (৮ই জুলাই) ট্রেলার প্রকাশ করে মিসিং সিনেমার মুক্তির ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
মিসিং সিনেমার পরিবর্তে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। তবে, কবে নাগাদ নেপালে ন ডরাই মুক্তি পাবে, তা জানা যায়নি।
কমেডি রোমান্টিক ঘরানার মিসিং বানিয়েছেন দীপেন্দ্র গুচান। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাজির ও সৃষ্টি। গত ২৪শে জানুয়ারি নেপালে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
জে.এস/
খবরটি শেয়ার করুন