শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৭২৪ লিটার স্পিরিটসহ চুয়াডাঙ্গায় ৩ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (৮ই অক্টোবর) ভোরে দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বন্যায় আটকে ছিলেন ৩৭ নারী-শিশু, ৯৯৯ ফোনকলে উদ্ধার

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা দর্শনা আনোয়ারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মিতুল মিয়া (৪০) এবং একই গ্রামের মৃত নুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২০)।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হেসেন খান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতদর যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আনোয়ারপুর হঠাৎপাড়ার একটি বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৭২৪ লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয় এবং তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এসি/কেবি

মাদক কারবারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন