ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলার তুলশীঘাটে কাশিনাথপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করা হবে। ঢাকা থেকে আগত তাবলীগ জামাতের মুরুব্বি মুফতি মাওলানা আব্দুল্লাহ সহ কয়েকজন বিজ্ঞ আলেম এ বয়ান করবেন। আয়োজকরা গণমাধ্যমকে জানান, বয়ানের মধ্য দিয়ে মুসল্লিরা ইসলামি শিক্ষা সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করবেন।
ইজতেমাকে কেন্দ্র করে বুধবার থেকেই গাইবান্ধার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলাগুলো থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিশাল শামিয়ানা স্থাপন করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্থায়ী টয়লেট, ওজু এবং গোসলের জন্য পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।
আগামী শনিবার (৭ই ডিসেম্বর) সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
ইজতেমা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধার পুলিশ সুপার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মাঠ এবং আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আরও পড়ুন: ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। মুসল্লিদের জন্য সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশপাশের জেলাগুলো থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা আমাদের আয়োজনকে আরও সফল করেছে।
ইজতেমার ময়দানে মুসল্লিদের অংশগ্রহণ এবং ধর্মীয় পরিবেশে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে ইজতেমা ময়দানে যোগ দিচ্ছেন। মুসল্লিদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এসি/কেবি