ছবি : সংগৃহীত
ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মিরপুর টেস্ট চলাকালেই তিনি বিসিবির কাছে চিঠি দিয়েছেন, আর অধিনায়কত্ব করতে চান না। ব্যক্তিগত কারণ দেখিয়েই বিসিবি সভাপতির কছে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক।
শান্তর অভিপ্রায়কে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ। যে কারণে বিসিবির আজকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বুধবার (৩০শে অক্টোবর) বিকেলে হবে গুরুত্বপূর্ণ এই সভা।
শুধু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নয়, আজকের বিসিবির সভায় স্থান পেতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। এর মধ্যে রয়েছে সাকিব আল হাসান প্রসঙ্গও। শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব; কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার মাঝপথ থেকেই ফিরে যেতে হয়েছে।
সামনে আফগানিস্তান সিরিজ। এই সিরিজে ওয়ানডে ফরম্যাটে সাকিব খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে আজ। শুধু তাই নয়, শোনা যাচ্ছে নতুন কোচ ফিল সিমন্সের কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের স্থানীয় কোচদের মধ্যে সবচেয়ে সফল, সালাউদ্দিন। এ বিষয়টিও আজ চূড়ান্ত হতে পারে।
তবে বিসিবির আজকের সভায় সবার চোখ থাকবে অধিনায়কত্বের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হয়, সে দিকে। শোনা যাচ্ছে, বিসিবি নাজমুল হোসেন শান্তর চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে। সে ক্ষেত্রে চট্টগ্রামে চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচটাই হয়তো শান্তর অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।
আরো পড়ুন : লিটনের শারীরিক অবস্থার কথা জানালো বিসিবি
শান্তকে নেতৃত্ব থেকে অব্যাহতি দেয়া হলে নতুন অধিনায়ক হবেন কে? আলোচনায়, গুঞ্জনে আছে অনেকের নামই। একদিন আগেই সংবাদ মাধ্যমের সামনে এসে নেতৃত্বভার নিতে (অবশ্যই টেস্টে) প্রস্তুত বলে জানিয়েছেন সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম। বিসিবি কী টেস্ট অধিনায়ক হিসেবে তাইজুলকে বেছে নেবে? যদিও ঘরের মাঠ ছাড়া বিদেশের মাটিতে একাদশেও নিয়মিত নন তাইজুল।
সে ক্ষেত্রে ভিন্ন চিন্তাই হয়তো করতে হবে বিসিবিকে। যে কারণে, ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের কাঁধেই তুলে দেয়া হতে পারে নেতৃত্বের দায়িত্ব। আর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিবেচনায় রয়েছে তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ের নাম। আবার আলোচনায় রয়েছে লিটন দাসের নামও।
বিসিবির আজকের সভায় আলোচনা হতে পারে পরিচালনা পর্ষদের শূন্য পদ ও গঠনতন্ত্রের সংশোধনী সংক্রান্ত উপ-কমিটি গঠন নিয়েও। গত ২৮ শে অক্টোবর দেওয়া এক চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির কাছে জানতে চেয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিতির কারণে এখন পর্যন্ত পরিচালনা পর্ষদের কতটি পদ শূন্য হয়েছে এবং শূন্য হলে সে ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি মেয়াদে কোন কোন পরিচালক পরপর কতটি সভায় অনুপস্থিত আছেন বা ছিলেন, তারিখসহ জানাতে বলা হয়েছে সেটাও। ২৯শে অক্টোবর পাঠানো আরেকটি চিঠিতে বিসিবিকে গঠনতন্ত্র সংস্কারে উপ-কমিটি গঠনেরও অনুরোধ জানিয়েছে জাতী ক্রীড়া পরিষদ।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন