মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের দেশে পাঠানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার আমেরিকায় থাকা ‘অবৈধ’ ভারতীয়দের দেশে পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) ২০৫ জনকে নিয়ে অমৃতসরে পৌঁছে মার্কিন বায়ুসেনার একটি বিমান।

মঙ্গলবার জানা গিয়েছিল, তালিকা প্রস্তুত করে ২০৫ জন ‘অবৈধ’ ভারতীয়কে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমানে তুলে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার দুপুর ১ টা ৫৫ মিনিটে অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেটি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যারা দেশে ফিরেছেন তাদের মধ্যে ৩৩ জন হরিয়ানার বাসিন্দা, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ও চণ্ডীগড়ের দুজন বাসিন্দাও রয়েছেন। 

পাঞ্জাব সরকার জানিয়েছে, ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা সেরাজ্যের বাসিন্দা তাদের সব রকম সহায়তা করা হবে। তবে তার আগে সকলের নথিপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কি না তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ভারতীয়দের জন্য দেশের দরজা সবসময় খোলা। শুধু আমেরিকা নয় আমরা চাই, যে কোনো দেশেই আমাদের নাগরিকরা বৈধভাবে থাকুন। যদি আমাদের কাছে খবর আসে কোথাও ভারতীয়রা অবৈধভাবে রয়েছেন তাহলে আমরা সবসময় তৈরি তাদের বৈধভাবে ফিরিয়ে নেওয়ার জন্য।’

উল্লেখ্য, এখনও পর্যন্ত ছটি বিমানে আমেরিকা থেকে বের করা হয়েছে ‘অবৈধ’ অভিবাসীদের। এল পাসো, টেক্সাস, সান দিয়েগো এবং ক্যালিফোর্নিয়ার মতো জায়গা থেকে তাদের নিয়ে ছাড়ছে মার্কিন সামরিক বিমান। এর আগে গত সোমবার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তারপরেই তিনি বলেন, মোদির সঙ্গে অভিবাসন নিয়ে কথা হয়েছে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।

জানা গেছে, আমেরিকায় থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে ‘অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন।

সূত্র : সংবাদ প্রতিদিন

কেসি/কেবি


আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন