সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

ডর্টমুন্ডকে হারিয়ে বার্সেলোনার রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসর শুরু করেছিল বার্সেলোনা। এর পরের পাঁচ ম্যাচেই তারা টানা জয় তুলে নিয়েছে। সর্বশেষ ম্যাচে গতকাল বুধবার (১১ই ডিসেম্বর) কাতালানরা খেলতে গিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে। এদিন রোমাঞ্চকর খেলা উপহার দিয়েছে দুই দলই। বার্সা দু’বার লিড নেওয়ার পর ডর্টমুন্ড শিবির সমতায় ফেরে সেই লড়াই জমিয়ে তোলে। শেষ মুহূর্তের গোলে স্বাগতিকদের নিস্তব্ধ করে জয় নিয়ে ফিরল হ্যান্সি ফ্লিকের দল।

সিগন্যাল ইদুনা পার্কে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেস। এর আগে ম্যাচের স্কোরলাইন খোলেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অন্যদিকে, ডর্টমুন্ডের শেহরু গুইরাসি জোড়া গোল করেছেন। বার্সার ৩-২ গোলের জয়ে স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল গোল না পেলেও ম্যাচসেরার পুরস্কার তার হাতেই উঠেছে।

ম্যাচের ১৪তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ডানদিক থেকে বক্সে দারুণ এক পাস দেন রাফিনিয়াকে। কিন্তু ওয়ান-অন-ওয়ানে তিনি শটটি লক্ষ্যে রাখতে পারেননি। এরপর একইভাবে সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিক ডর্টমুন্ডও। অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিৎজার বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন। এরপর শট নিয়ে ডর্টমুন্ড গোলরক্ষকের সামনে পরাস্ত হয়েছেন ইয়ামাল। বিরতির আগে আবার দুই দলই সমান একটি করে সুযোগ তৈরি করে জালে জড়াতে ব্যর্থ হয়।

আরো পড়ুন : আতালান্তার মাঠে রিয়ালের দারুণ জয়

দুই দলের সেই সমতা লাইনে ছেদ ঘটে বিরতির পরপরই। ৫২তম মিনিটে বার্সেলোনাকে কাঙ্ক্ষিত গোল এনে দেন রাফিনিয়া। দানি ওলমোর থ্রু বল ধরে বক্সে ঢুকে চমৎকার শটে তিনি ঠিকানা খুঁজে নেন। যা চলতি মৌসুমে তার সবমিলিয়ে ১৭তম গোল। চলমান চ্যাম্পিয়ন্স লিগের ৬ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল, এই মুহূর্তে রাফিনিয়ার সামনে আছেন কেবল ক্লাব সতীর্থ রবার্ট লেভান্ডফস্কি (৭)।

ম্যাচে লিড নেওয়ার স্বস্তি বেশিক্ষণ টেকেনি বার্সার। কারণ ডর্টমুন্ডের গুইরাসিকে বক্সে ধাক্কা দিয়ে ফেলে তাদের পেনাল্টি এনে দেন ডিফেন্ডার পাউ কুবারসি। সফল স্পট কিকে অস্ট্রিয়ান তারকা ডর্টমুন্ডকে সমতায় ফেরান। এরপর বার্সাকে ফের লিড এনে দেন বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। ৭৫ মিনিটে তার গোলের তিন মিনিট বাদেই ফের গুইরাসির গোলে ম্যাচে ফেরে ডর্টমুন্ড।

ড্রয়ের দিকে আগাতে থাকা ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে আবারও তোরেসের গোল। ১০ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড বার্সার জয় নিশ্চিত করেন। এই জয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের দুইয়ে উঠে গেছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৫, শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮। 

এস/ আই.কে.জে/   

বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন