রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন *** নাজমুল শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক *** ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭ শতাংশ কমতে পারে, বাংলাদেশে কী হবে *** গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই *** ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত, না হলে... *** লজ্জায় স্কুলে যেতে চায় না ইমরান হাশমির ছেলে, যা বললেন অভিনেতা *** ‘আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ’ তকমা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি

থাইল্যান্ডে নিখোঁজ ব্রিটিশ কিশোরীকে পাওয়া গেল জর্জিয়ার কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আজ বুধবার ব্রিটেন-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইংল্যান্ডের কাউন্টি ডারহামের বেলিংহ্যাম শহরের বাসিন্দা বেলাকে হাতকড়া পরিহিত অবস্থায় তিবলিসির একটি আদালতে প্রবেশ করতে দেখা গেছে।

গত শনিবার থেকে পরিবারের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন ছিলেন বেলা। ওই দিন তার মা লিয়ান কেনেডির সঙ্গে পূর্বনির্ধারিত ফোনালাপও হয়নি। এরপর তার বাবা ও চাচি তাকে খুঁজতে থাইল্যান্ডের ব্যাংককে যান। অবশেষে গতকাল মঙ্গলবার তারা জানতে পারেন, বেলা আসলে জর্জিয়ায় আটক আছেন।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণে মাদকদ্রব্য অবৈধভাবে ক্রয় ও মজুত রাখা এবং তা জর্জিয়ায় অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে দেশটিতে ২০ বছর পর্যন্ত কিংবা আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে—২০০৬ সালে জন্ম নেওয়া বেলা কুলির বিরুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণে গাঁজা ও হ্যাশিশ অবৈধভাবে সংগ্রহ, মজুত এবং জর্জিয়ায় প্রবেশ করানোর অভিযোগ আনা হয়েছে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেলাকে তিবলিসি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩৪টি হেরমেটিক্যালি সিল করা প্যাকেটে গাঁজা ও ২০টি প্যাকেটে হ্যাশিশ উদ্ধার করা হয়।

ব্রিটিশ ফরেন অফিসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বেলাকে জর্জিয়ায় আটক করা হয়েছে এবং তারা বেলার পরিবারের পাশে রয়েছেন। ক্লিভল্যান্ড পুলিশও বেলার আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

বেলার মা বলেছেন, ‘সে (বেলা) এপ্রিল মাসে এক বন্ধুর সঙ্গে ফিলিপাইনে গিয়েছিল এবং সেখান থেকে মে মাসের ৩ তারিখে থাইল্যান্ড যায়। সে প্রচুর ছবি পোস্ট করছিল। সর্বশেষ সে আমাকে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে একটি মেসেজ পাঠায়। পরে ভিডিও কলে কথা বলবে বলে জানিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই!’

এইচ.এস/

গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250