ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে পকেট খরচের টাকা বাঁচিয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (৮ই মার্চ) ও শনিবার (৯ই মার্চ) এ দুদিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ইফতারসামগ্রী পৌঁছে দেন তারা।
আরো পড়ুন : অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
পাবনা এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সৌরভ হোসেন বলেন, আমরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পকেট খরচের টাকা বাঁচিয়ে সামাজিক ও মানবিক বিভিন্ন কাজ করার চেষ্টা করি। এবার পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ শুরু করেছি। এ ধরনের ছোট ছোট আয়োজন করতে পেরে মানসিকভাবে আমরা তৃপ্তি পাই।
ঈশ্বরদী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুহাম্মদ পলাশ বলেন, অসচ্ছল ও অসহায় পরিবারগুলো ইফতারসামগ্রী পেয়ে খুবই খুশি হয়েছে। আমরা এখন থেকে প্রতিবছরই এ ধরনের আয়োজনের চেষ্টা করবো।
ইফতারসামগ্রীর মধ্যে ছিল এক কেজি ছোলা, এক কেজি খেসারির ডাল, দুই কেজি মুড়ি, তিন কেজি আটা ও ৭০০ গ্রাম করে খেজুর।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন