রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

পথে পথে চুল কেটে পরিচ্ছন্ন করার 'সমাজসেবা'

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন, তাদের মধ্যে অনেকে নিশ্চয়ই নিজেদের সোশ্যাল হ্যান্ডলে এমন একটা ভিডিও ভেসে আসতে দেখেছেন যে, কিছু যুবক একজন ভাসমান ব্যক্তিকে ধরে তাঁর চুল কেটে ফেলছেন, তাকে গোসল করিয়ে একটি নতুন লোগো সংবলিত টি-শার্ট পরিয়ে দিচ্ছেন। সবশেষে তাকে একটা খাবারের প্যাকেট দিচ্ছেন। এমন ভিডিও আসলে না দেখে সামাজিক মাধ্যমে থাকার উপায় নেই, কেননা এসব ভিডিওর স্ট্রিম সংখ্যা লাখ লাখ, কোটি কোটি।

এ ঘটনার পুরো কর্মকাণ্ড ভিডিও আকারে সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে, যেসবের কোটি কোটি ভিউ হচ্ছে। মানুষ আগ্রহ সহকারে দেখছেন যে ফুটপাতে পড়ে থাকা এসব মানুষের ‘পরিচ্ছন্ন অভিযান’। এই তালিকায় ফুটপাতের সাধারণ, মানসিক ভারসাম্যহীন ভাসমান মানুষ যেমন রয়েছেন, তেমনই তাদের মধ্যে রয়েছেন অনেক ফকির, জটাধারী, সাধু সন্ন্যাসী।

তবে এসব ‘পরিচ্ছন্ন অভিযান’ নিয়ে সামাজিক মাধ্যমেই পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বাহবা দিলেও কেউ কেউ বলছেন, ভিউয়ের নেশায় এটা 'ক্রাইম'। তাদের ভাষ্য, এভাবে জোরপূর্বক কারো ইচ্ছার বিরুদ্ধে ‘পরিচ্ছন্ন অভিযান’ অন্যায় ও অপরাধ।

যারা চান না তাদের মাথার জটা ছাড়িয়ে নিতে, তাদের জটা জোর করে কেটে ফেলা অন্যায়। ভিউ বাণিজ্যের জন্য তারা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছাড়া স্বাভাবিক বোধবুদ্ধিসম্পন্ন মানুষকেও জোরপূর্বক এমনটা করছেন, যেটা অপরাধ। তবে অনেকেই বলছেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ।

ফুটপাতে বসবাসকারী এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের মাঝেমধ্যে এভাবে পরিচ্ছন্ন করলে খুবই ভালো হয়। অনেকেই আবার বলছেন, এসব দেখার দায়িত্ব সরকারের। যারা এসব করছেন, তাদের করার প্রয়োজনটা কী? আর এসব করলে ভিডিও কেন করতে হবে, কেন ফেসবুকে ছাড়তে হবে?

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন জটাধারী ব্যক্তিকে ৩০৪ জন যুবক জোরপূর্বক ধরে তার মাথা ন্যাড়া করে দেন। হাতে থাকা বেশ কিছু ধাতব চুড়ি খুলে ফেলেন। সেসব আর ওই ব্যক্তিকে ফেরত দেওয়া হয়নি। এই ভিডিওটি শেয়ার করে লাকি আক্তার লিখেছেন, ‘ভিউয়ের নেশায় সব পাগল হয়ে যাচ্ছে। এগুলো ক্রাইম...’

পরিতোষ চন্দ্র নামের এক ব্যক্তি লিখেছেন, ‘এটা অত্যাচার ছাড়া কিছু নয়। তারা এতো ভালো কাজ করতে চাইলে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন না কেন? বস্তির মানুষের বাড়িঘর পরিষ্কার করতে যান না কেন? তারা তো কাজী নজরুলকে পেলেও অপদস্ত করতেন।’

আরেকজন লিখেছেন, ‘এসব ভিউ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা দরকার।’ তবে ওয়াহিদুর রহমান নামের একজন বলছেন, ‘কীসের ক্রাইম? রাস্তায় পড়ে থাকা মানুষের শরীরের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তাকে সমাজের মূলধারায় আনার চেষ্টা করছেন।’

জে.এস/

চুল কাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন