বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রামরঙ্গন কমলা চাষে অহিদুজ্জামানের স্বপ্নপূরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রামরঙ্গন কমলা চাষ করে স্বপ্নপূরণ হতে চলেছে  যশোরের শার্শার পানবুড়িয়া গ্রামের কৃষক অহিদুজ্জামানের। জেলার মাটিতে সুস্বাদু এ কমলা তিনিই প্রথম চাষ করেন বলে দাবি তার। ফলে এ কমলা চাষের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শার্শার মাটিতে উৎপাদিত রামরঙ্গন কমলা চীনসহ অন্য যে কোনো দেশ থেকে আমদানি করা রামরঙ্গনের চেয়ে মিষ্টি ও সুস্বাদু। বিভিন্ন জাতের আম, কুল, আঙুর, কমলা, ড্রাগন, স্ট্রবেরি, মাল্টা, লিচু চাষের পর এবার রামরঙ্গন কমলা চাষে সফল হন অহিদুজ্জামান। নার্সারি ব্যবসার পাশাপাশি শখের বশে কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

বাগান ঘুরে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজরকাড়া ছোট ছোট হলুদ রঙের কমলা। এরই মধ্যে অনেক ফলে পাকা রং ধরেছে। ফলের নাম ‘রামরঙ্গন’। এটি কমলার একটি জাত। এ জাতের কমলা চাষে সুবিধা হচ্ছে পরিপক্ব হওয়ার পরও গাছ থেকে ঝরে পড়ে না। পাকার পরও ফলটি এক মাস গাছে রাখা যায়। ভারত ও চীনে ব্যাপক চাষ হয় ফলটির। অহিদুজ্জামানের বাগানে ফলন হয়েছে বেশ ভালো। রামরঙ্গন কমলার চাষ দেখতে আশেপাশের লোকসহ দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। কেউ আবার তুলছেন ছবি।

রামরঙ্গন চাষি অহিদুজ্জামান জানান, ২০২২ সালে তিনি টেলিভিশনে একটি প্রতিবেদন দেখেন। দেশের মাটিতে বিদেশি ফলের চাষ হচ্ছে। তাই ফেব্রুয়ারি মাসে ২ বিঘা জমি ১০ বছর মেয়াদে লিজ নিয়ে ১৯৬টি রামরঙ্গন চায়না কমলার চারা রোপণ করেন। সে সময় তিনি জানতেনও না, এ গাছে কেমন ফল হবে। প্রথম বছর কিছু ফল আসে। সে ফল খুব সুস্বাদু হওয়ায় তাতে কলম বাঁধেন। পরে দ্বিতীয় বছর গাছে ফল ভরে যায়।

তিনি জানান, প্রথম বছর তার ফল বিক্রি হয় ১ লাখ ৬৬ হাজার টাকা। এ বছর ৮-১০ লাখ টাকা বিক্রি হবে। ফলে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। ২ বিঘা জমিতে চাষ করতে প্রথম বছর ৮০ হাজার টাকা খরচ হয়। বছরের যে কোনো সময় চারা রোপণ করা যায়। শুষ্ক মৌসুম হলে সেচের ব্যবস্থা করতে হয়। সাধারণত নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ফল তুলতে হয়। সামান্য কিছু পরিচর্যা করলেই চাষে সাফল্য আসে। পোকামাকড়ের আক্রমণও কম। পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে দেড় থেকে দুই মণ কমলা পাওয়া সম্ভব। আগামী মৌসুমে প্রতিটি গাছে দুই মণ কমলা পাওয়ার আশা তার। প্রায় প্রতিদিন দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে বাগান।

আরও পড়ুন: সোনালী আমন ধানে ছেয়ে আছে মাঠ, ব্যস্ততা উত্তরাঞ্চলের কৃষকের

এসি/  আই.কে.জে/

কমলা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন