ছবি: সংগৃহীত
নেপালে সরকার পতন আন্দোলনে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির নবনিযুক্ত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। গতকাল রোববার (১৪ই সেপ্টেম্বর) সরকারের প্রধান প্রশাসনিক ভবন সিংহ দরবার থেকে এ ঘোষণা দিয়েছেন তিনি। খবর কাঠমান্ডু পোস্টের।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছেন সুশীলা কার্কি। এ নিয়ে জেন-জিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। তবে সেই মন্ত্রিসভায় ১৫ জনের বেশি ঠাঁই পাবেন না জানিয়েছে সিংহ দরবার সূত্র।
গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। এরপর গতকাল তিনি সিংহ দরবারে যান। এই দরবার থেকে গতকাল বিভিন্ন ঘোষণা দিয়েছেন তিনি।
কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, সরকারের দায়িত্ব নিয়েই জেন-জির আন্দোলনে আহত ব্যক্তিদের সাহায্যের জন্য তহবিল ঘোষণা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বিক্ষোভে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের বিষয়টি নিয়েও কথা বলেন গতকাল।
তিনি বলেন, যেসব অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে, অবশ্যই সেগুলোর তদন্ত হবে এবং জনগণের সামনে তা প্রকাশ করতে হবে। এ ছাড়া যারা অপরাধী, তাদের বিচারের আওতায় আনা হবে।
খবরটি শেয়ার করুন