শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো বাবা হলেন পেসার শরিফুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শেষ কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন শরিফুল ইসলাম। তিন ফরম্যাটের ক্রিকেটেই দেশের হয়ে সমান তালে পারফর্ম করে চলেছেন পঞ্চগড়ের এই পেসার। সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন দলে। তবে বিশ্রামে ছিলেন টেস্ট সিরিজে।

দেশে ফেরার পর পেলেন বড় সুসংবাদ। প্রথমবারের মতো বাবা হয়েছেন শরিফুল। জানা যায়, পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। 

আরো পড়ুন : বিপিএলে শাকিবের দলে লিটন-সাব্বির, আরও খেলবেন যারা

পেসার শরিফুলের সামনে অবশ্য পিতৃত্বের আনন্দের পরেই অপেক্ষা করছে ক্রিকেটের ডাক। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে চলতি অক্টোবর মাসেই। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তার ডাক পাওয়া অনেকটাই নিশ্চিত। এরপরেই বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ সফর। 

এছাড়া চলতি বছরের বিপিএলে ড্রাফটের আগেই দল পেয়েছেন তিনি। খেলবেন ১১ বছর পর। বিপিএলে ফিরে আসা দল চিটাগাং কিংসের হয়ে। যে দলে তার সঙ্গে আছেন সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকারা। 

এস/কেবি  


শরিফুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন