শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে সাফজয়ীদের সংবর্ধনা ২৩শে নভেম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাফজয়ী পাহাড়ী তিন নারী ফুটবলার ঋতু-রূপনা ও মনিকাদের রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হবে। রোববার (১৮ই নভেম্বর) বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা চাকমাসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।

পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন বলেন, রাঙামাটি এই কৃতি সন্তানদের সম্মান জানাতে যা যা করা প্রয়োজন জেলা পুলিশের পক্ষ থেকে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলোয়াড়দের নিরাপত্তা, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে। ওরা আমাদের গর্ব। বহু প্রতিবন্ধকতাকে জয় করে এই নারী খেলোয়াড়রা আজ নিজেরদর প্রতিষ্ঠিত করেছে। ওদের প্রাপ্য সম্মানটা দিতে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন: মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে, কেউ হতাহত হয়নি

জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, এই কৃতি সন্তানদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে ২৩শে নভেম্বর। ওই দিন সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রূপনাদের নিয়ে যাত্রা শুরু করবে। প্রথম ট্রাকে গণমাধ্যমকর্মী, দ্বিতীয় ট্রাকে ঋতু, রূপনা, মনিকা ও রাঙামাটির কয়েকজন সাবেক ফুটবলার এবং শেষ ট্রাকে পুলিশের ব্যান্ড পার্টি থাকবে। সঙ্গে শতাধিক মোটরসাইকেলও থাকবে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশে করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে শাপলা চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে সম্মাননা প্রদান করা হবে। পরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনি আরও বলেন, এই আয়োজনকে সফল করতে করা হবে ব্যাপক প্রচারণা। সংবর্ধনা অনুষ্ঠানে শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

এসি/ আই.কে.জে/

সাফজয়ী সংবর্ধনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন