ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিরল খনিজের একটি চালান পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বিরল খনিজ নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রথম চালান। তবে এই চালান কবে পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালস ৮ই সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে অ্যান্টিমনি, তামা, সোনা, টাংস্টেন এবং বিরল মাটির উপাদানসহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিসহ পাকিস্তানে প্রক্রিয়াকরণ সুবিধার পরিকল্পনা অন্তর্ভুক্ত।
এই চুক্তির আওতাতেই প্রথম খনিজ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠালো পাকিস্তান। প্রথম চালানে অ্যান্টিমনি, কপার কনসেনট্রেট এবং বিরল মাটির খনিজ যেমন নিয়োডিমিয়াম ও প্রাসোডিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়।
এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন একপর্যায়ে প্রবেশ করেছে। পাকিস্তানের বিরল খনিজ পদার্থ প্রক্রিয়াজাতকরণে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও করছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ডন জানায়, এই চুক্তি বৈশ্বিক খনিজ বাজারে পাকিস্তানের অবস্থান সুসংহত করতে পারে। এতে দেশটির রাজস্ব আয় বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে।
ধারণা করা হয়, পাকিস্তানে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ পদার্থ আছে। এর ফলে পাকিস্তানকে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশ হিসাবে বিবেচনা করা হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন