বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

সিলেটে সমাবেশে তারেক রহমান

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: বিএনপি মিডিয়া সেলের সৌজন্যে

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের ভেতর কোনো মহল, দেশের ভেতরে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।’

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, ‘যারা এ দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই বোনেরা, আমরা বহু মানুষের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোনো মহল, এই দেশের ভেতরে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।'

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে এসেছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে।’

মানুষের ভোটাধিকার ডাকাতির আবারও চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘যারা এ দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? প্রিয় ভাই-বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

তিনি সিলেটের গুম হওয়া নেতাদের স্মরণ করে বলেন, ‘আপনাদের ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি। ২৪-এর গণ আন্দোলনে, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে ১৩ জন আমাদের জীবন দান করেছে। ১৩টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই-বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রী মহল এর ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।’

জনগণকে এ ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের জনগণ প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এসব প্রতিহত করতে পারে। পারবেন না আপনারা প্রতিহত করতে? ইনশাল্লাহ।’

এর আগে সকালে সিলেট নগরের বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময়সভায় অংশ নেন তিনি। সেখানে অরাজনৈতিক ১৩০ তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে নিজের ভাবনা নিয়ে মতবিনিময় করেন। 

এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল বুধবার রাত ৭টা ৫০ মিনিটে তিনি সিলেট এসে পৌছান। সিলেট পৌছার পর সরাসরি হযরত শাহজলাল (রহ.) এর মাজার জিয়ারতের পর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। তারপর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুড়বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। রাত ১টার দিকে সেখানে পৌঁছান তিনি।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250